৩৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি লোকেশ রাহুলের ব্যাটে
এর আগে ১৯৯৩-এ ইংল্যান্ডের গ্রাহাম গুচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজে ৬ টি অর্ধশতরান করেছিলেন।
একইসঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে ছয়টি অর্ধশতরান করার কৃতিত্ব ২৪ বছর পর অর্জন করলেন রাহুল।
১৯৮২-৮৩ –তে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ভারতীয় ব্যাটসম্যান মোহিন্দর অমরনাথ ছয়টি অর্ধশতরান করেছিলেন।
গত ৩৪ বছর পর এই প্রথম কোনও ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একই টেস্ট সিরিজে ছয়টি অর্ধ শতরান করার কৃতিত্ব অর্জন করলেন রাহুল।
ধর্মশালায় দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একটি রেকর্ড স্পর্শ করলেন রাহুল।
চতুর্থ টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান করলেন ভারতের ওপেনার কে এল রাহুল। ম্যাচের উইনিং স্ট্রোকটি আসে তাঁর ব্যাট থেকেই।
ধর্মশালায় সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। এরসঙ্গে ভারত গাওস্কর-বর্ডার ট্রফি ২-১ জিতে নিয়েছে।