রাজকোট: ঘরোয়া ক্রিকেটে পরপর দু'দিন এরকম দুই অঘটন দেখেছেন ভারতের ক্রীড়াপ্রেমীরা!
বুধবার শক্তিশালী তামিলনাড়ুকে হারিয়ে চমক দিয়েছিল হরিয়ানা। প্রথমবারের জন্য ঘরোয়া ওয়ান ডে টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) ফাইনালে পৌঁছে গিয়েছে হরিয়ানা। তাও যুজবেন্দ্র চাহালকে ছাড়াই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় ওয়ান ডে দলে রয়েছেন চাহাল। কোয়ার্টার ফাইনাল খেলেই তিনি উড়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশে।
বৃহস্পতিবার বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় সেমিফাইনালেও চমক। ঘরোয়া ক্রিকেটে প্রবল শক্তিশালী দল কর্নাটককে হারিয়ে দিল রাজস্থান (Rajasthan vs Karnataka)। পৌঁছে গেল ফাইনালে। গোটা ম্যাচের পরতে পরতে নাটক। ২৮৩ রান তাড়া করতে নেমে একটা সময় ২৩/৩ হয়ে গিয়েছিল রাজস্থান। সকলে ধরেই নিয়েছিলেন যে, ময়ঙ্ক অগ্রবালদের ফাইনালে পৌঁছনো স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু সেখান থেকেই অবিশ্বাস্য ইনিংস খেলে দেন দীপক হুডা। ১২৮ বলে ১৮০ রান করেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত করেন কর্ণ লাম্বা। ৭৩ রানে অপরাজিত ছিলেন তিনি। চতুর্থ উইকেটে ২৫৫ রান যোগ করেন হুডা ও লাম্বা। ৩৮ বল বাকি থাকতে মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রাজস্থান। শনিবার ফাইনালে তাদের সামনে হরিয়ানা।
বৃহস্পতিবার রাজকোটে টস জিতে প্রথমে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন কর্নাটকের অধিনায়ক ময়ঙ্ক। রাজকোটের ব্যাটিং সহায়ক পিচে শুরুতেই বড় স্কোর তুলে নেওয়াই ছিল লক্ষ্য। কিন্তু শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কর্নাটক। ইনিংস ওপেন করতে নেমে মাত্র ১৩ রান করে অনিকেত চৌধুরীর বলে ফেরেন ময়ঙ্ক। ক্রিজে সেট হয়ে গিয়েও বড় রান পাননি মণীশ পাণ্ডে। ৪৮ বলে ২৮ রান করে ফেরেন।
কর্নাটক ইনিংসকে টানেন অভিনব মনোহর ও মনোজ ভান্ডাগে। ৮০ বলে ৯১ রান করেন মনোহর। ৩৯ বলে ৬৩ রান করেন ভান্ডাগে। ব্যাটিং অর্ডারের ৬ ও ৭ নম্বর ক্রিকেটারদের লড়ািয়ে কর্নাটক নির্ধারিত ৫০ ওভারে তোলে ২৮২/৮।
জবাবে ব্য়াট করতে নেমে ৪৩.৪ ওভারে লক্ষ্যপূরণ রাজস্থানের। হুডার ১৮০ রান লিস্ট এ ক্রিকেটে তাঁর সেরা। এর আগে তাঁর সেরা ইনিংস ছিল ১৬১ রানের। ক্রুণাল পাণ্ড্যর সঙ্গে ঝামেলার পর তিনি বঢোদরা ছেড়ে রাজস্থানে যোগ দিয়েছিলেন। অধিনায়ক হিসাবে উদাহরণ তৈরি করলেন হুডা।
আরও পড়ুন: ১২.২৫ কোটি টাকা দামে কিনেছিল কেকেআর, নাইটদের অধিনায়ক হিসাবে কেমন রেকর্ড শ্রেয়সের?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে