নয়াদিল্লি: দুরন্ত আইপিএল, ভারতীয় 'এ' দলের হয়ে সুযোগ পেয়েই অসাধারণ পারফরম্যান্স এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় সিনিয়র দলের বেশিরভাগ তারকারা অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেওয়ায় হঠাৎ করেই ভারতীয় দলে (Indian Cricket Team) ডাক পান রজত পতিদার (Rajat Patidar)। মধ্যপ্রদেশের এক ব্যবসায়ী পরিবারের ছেলে পতিদার ভারতীয় দলে হঠাৎ ডাক পেয়ে আপ্লুত হলেও, তিনি কিন্তু আবেগে ভেসে যেতে নারাজ। বরং বর্তমানের শক্তি জমিতে দাঁড়িয়ে সাফল্য লাভের জন্য বদ্ধপরিকর তিনি।


আচমকাই দলে সুযোগ


এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে পতিদার জানান, 'ভারতীয় দলে ডাক পেয়ে আমি উচ্ছ্বসিত। নিজের জাতীয় দলের হয়ে খেলা তো সকলেরই স্বপ্ন, আমার সেই স্বপ্নই সত্যি হল। তবে এর ফলে আবেগে ভেসে যেতে চাই না। আমি জানি আমায় কী করতে হবে এবং সেইভাবেই সাফল্য পেতে আমি আগ্রহী।' ভারতীয় 'এ' দলের হয়ে পারফর্ম করায় জাতীয় দলে সুযোগ পেতে পারেন বলে আশা করছিলেন পতিদার। তবে সুযোগ যে এত দ্রুত মিলবে, তা তিনি আশা করেননি। 'আমার মনে হয়েছিল যে আমি ভারতীয় দলে ডাক পেতে পারি, তবে তা যে এত তাড়াতাড়ি পাব, সেটা ভাবিনি। নির্বাচন প্রক্রিয়া আমার হাতে নেই, তাই এ বিষয়ে আমি কিছুই করতে পারব না। শুধু আমার রান করে যাওয়াটা জরুরি। আমি সব ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। ভবিষ্যতে কী হবে, তা নিয়ে ভাবি না।' দাবি পতিদারের।


ভারত 'এ'-র হয়ে চার ইনিংসে ৩১৯ রান করেন। নিউজল্যান্ড 'এ'-র বিরুদ্ধে অভিষেকেই এসেছিল শতরান। এছাড়া আইপিএলের নক আউটে ইডেন গার্ডেন্সেও শতরান করেন পতিদার। শতরানের পর আরসিবি সতীর্থদের বাহবা এখনও ভোলেননি পতিদার। 'আমি যখন শতরান করে সাজঘরে ফিরছিলাম, তখন আরসিবির সকল খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরাও আমায় বাহবা জানিয়েছিলেন। যখন আমি আন্তর্জাতিক খেলোয়াড়দের উঠে দাঁড়িয়ে আমাকে বাহবা দিতে দেখি, তখন সেটা আমায় দারুণ আত্মবিশ্বাস জুগিয়েছিল।' জানান পতিদার।


প্রক্রিয়ায় বদল নয়


তবে এবার চ্যালেঞ্জটা একটু ভিন্ন। তাতে ঘাবড়ে যাচ্ছেন না পতিদার, বরং এতদিন যা করেছেন, সেই পক্রিয়াকে অনুসরণ করেই সাফল্যের ধারা অব্যাহত রাখতে চান তিনি। পতিদার বললেন, 'আমি ভারতের হয়ে মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি এবং এতদিন যা করে এসেছি, সেই একই প্রক্রিয়া অনুসরণ করতে চাই। বেশি পরীক্ষা নিরীক্ষা করার বিষয়ে আমি আগ্রহী নয়, এতদিন যেভাবে সাফল্য পেয়েছি, সেই পথ অনুসরণ করে যেতেই আগ্রহী আমি।' প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে ভারতীয় একাদশে সুযোগ পাননি রজত পতিদার। অবশ্য রবি বিষ্ণোই ও রুতুরাজ গায়কোয়াড় নিজেদের ওয়ান ডে অভিষেক ঘটিয়েছেন এই ম্যাচে। 


আরও পড়ুন: মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ, অস্ট্রেলিয়া পাড়ি দিল রোহিত বাহিনী