গতবারের দলের ১৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছে আরসিবি। তাঁদের মধ্যে দুই বিদেশি ক্রিকেটার আছেন। নিলামে আরও ১২ জন ক্রিকেটারকে নিতে পারবে বিরাটের দল। তাঁদের হাতে রয়েছে ২৭.৯০ কোটি টাকা। ফলে ভাল দল গড়ার বিষয়ে আশাবাদী আরসিবি অধিনায়ক। দলের পাশে থাকুন, আইপিএল নিলামের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকদের বার্তা বিরাটের
Web Desk, ABP Ananda | 18 Dec 2019 06:17 PM (IST)
গতবারের দলের ১৩ জন ক্রিকেটারকে ধরে রেখেছে আরসিবি। তাঁদের মধ্যে দুই বিদেশি ক্রিকেটার আছেন।
কলকাতা: আগামীকাল কলকাতায় আইপিএল ২০২০-এর নিলাম। তার আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকদের দলের পাশে থাকার অনুরোধ জানালেন অধিনায়ক বিরাট কোহলি। ট্যুইটারে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘আরসিবি সমর্থকদের কাছ থেকে এত বছর ধরে অফুরন্ত ভালবাসা পেয়েছি। আপনারা সবাই জানেন, আগামী মরসুমের জন্য নিলাম হতে চলেছে। আমি চাই, আপনারা সবাই দলের পাশে থাকুন। শক্তিশালী দল গঠনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আপনাদের সমর্থন দলের জন্য অমূল্য। সবাইকে ধন্যবাদ, ১৯ ডিসেম্বর কী হচ্ছে সেদিকে লক্ষ্য রাখুন।’