ইসলামাবাদ: দীর্ঘ ২৯ বছর পর কোনও আইসিসি টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান (Pakistan Cricket Team)। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাক মুলুকে। তার আগে এশিয়া কাপও আয়োজিত হবে সে দেশে। দায়িত্ব পেয়েই পাক ক্রিকেট বোর্ডের প্রধান রামিজ রাজা (Ramiz Raja) জানিয়ে দিলেন, পাকিস্তানেই টুর্নামেন্ট করবেন তাঁরা। ভারতের চাপে সংযুক্ত আরব আমিরশাহি বা অন্য কোনও দেশে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হবে না ।


রামিজ রাজা বলেছেন, 'আইসিসি সব দিক খতিয়ে দেখে তবেই আমাদের দায়িত্ব দিয়েছে। এশিয়া কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা ইউএই-তে যাব না। ভারতের জন্য সব কিছু হয় না। আমরাও আছি। চিন্তা করবেন না ।'


আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে। আগামী বছর ১৬ অক্টোবর থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। ১৩ নভেম্বর ফাইনাল আয়োজিত হবে। মোট ৭টি ভেন্যুতে খেলা হবে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে সুপার ১২ তে খেলার জন্য যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচ খেলতে হবে। এছাড়া মোট ৪৫টি ম্যাচ খেলা হবে আগামী বছরের বিশ্বকাপে। যেই ৭টি ভেন্যু বেছে নেওয়া হয়েছে টুর্নামেন্টের জন্য সেগুলো হল - ব্রিসবেন, পারথ, সিডনি, অ্যাডিলেড, গিলং, মেলবোর্ন, হোবার্ট ।


টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা হবে মেলবোর্নে। ২টাে সেমিফাইনাল খেলা হবে অ্যাডিলেড ও পারথ স্টেডিয়ামে। টুর্নামেন্টের প্রধান ক্রিস টিটলে এক বিবৃতিতে জানিয়েছেন, '১২টি দল এরমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। এছাড়াও বাকি আর কোন কোন দল আসতে চলেছে, তা দেখার। আমরা অস্ট্রেলিয়ায় আইসিসি ইভেন্ট ফিরিয়ে আনতে চেয়েছিলাম। সেই মতো আমরা খুব আনন্দিত এটা ঘোষণা করতে পেরে যে আগামী বছর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় হতে চলেছে।' ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা ছিল। কিন্তু কোভিডের জন্য তা পিছিয়ে গিয়েছিল।