কলকাতা: ঝলমলে রোদ। পরিষ্কার আকাশ। উইকেট কার্যত ন্যাড়া। ঘাস সামান্য রয়েছে। তবে তা পিচের বাঁধুনি ধরে রাখার জন্য। ম্যাচের আগে সেই সামান্য ঘাসও থাকবে কি না, তা নিয়ে সন্দিহান বাংলা শিবির।


রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালের দুদিন আগে তাই নতুন করে ম্যাচের কৌশল সাজাতে বসে পড়েছে বাংলার থিঙ্ক ট্যাঙ্ক। যে আলোচনায় প্রথমেই উঠে আসছে দলের বোলিং কম্বিনেশন নিয়ে কাটাছেঁড়া। 


ঝাড়খন্ডের বিরুদ্ধে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তিন পেসার ও এক পেসার অলরাউন্ডারের পাশাপাশি একজন স্পিনার খেলিয়েছিল বাংলা। একমাত্র স্পিনার হিসাবে প্রথম একাদশে জায়গা করে নিয়েছিলেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। তবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে সেমিফাইনালে বাঁহাতি স্পিনার শাহবাজের পাশাপাশি প্রথম একাদশে জায়গা করে নিতে পারেন আর এক স্পিনার।


শনিবার বিশ্রামে কাটানোর পর রবিবার বেঙ্গালুরুর অদূরে আলুর মাঠে পুরোদস্তুর প্র্যাক্টিস সারলেন অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক রামনরা। তবে দলের সঙ্গে প্র্যাক্টিস করেননি মনোজ তিওয়ারি (Manoj Tiwari)। ঝাড়খন্ডের বিরুদ্ধে যিনি সেঞ্চুরি করেছিলেন। রবিবার টিমহোটেলেই রিহ্যাব করেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী। জানা গেল, মনোজের হাঁটুতে সামান্য ব্যথা রয়েছে। চোটের জায়গায় এমআরআই করা হয়েছে। তবে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু পাওয়া যায়নি। নিজেকে তরতাজা রাখার জন্যই বাড়তি একদিন বিশ্রাম নিয়েছেন মনোজ। বাংলা শিবিরের দাবি, ম্যাচ খেলতে কোনও সমস্যা হবে না তাঁর।


আলুরের যে উইকেটে বাংলা-মধ্যপ্রদেশ ম্যাচ হবে, রবিবার তা পর্যবেক্ষণ করেন বাংলার দুই কোচ অরুণ লাল ও সৌরাশিস লাহিড়ী। বেঙ্গালুরু থেকে মোবাইল ফোনে এবিপি লাইভকে সৌরাশিস বললেন, 'উইকেটে সামান্য ঘাস রয়েছে। তবে এখানে সকাল থেকে চড়া রোদ। আমার আর লালজি, দুজনেরই মনে হয়েছে, এই পিচ ভেতর ভেতর শুকনো থাকবে। পরের দিকে স্পিনাররা সাহায্য পাবে। স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলেই মনে হচ্ছে।'


সব কিছু ঠিকঠাক চললে ঋত্বিক চট্টোপাধ্যায় বা প্রদীপ্ত প্রামাণিকের মধ্যে কোনও একজন সেমিফাইনালে সুযোগ পেতে পারেন। তবে কার জায়গায় খেলবেন বাড়তি স্পিনার? পেসার-অলরাউন্ডার হিসাবে খেলা সায়ন শেখর মণ্ডল আগের ম্যাচে শুধু রানই পাননি, বল হাতে উইকেটও পেয়েছেন। সেক্ষেত্রে একজন পেসারকে বসানো হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চায় বাংলা শিবির।


মধ্যপ্রদেশের ক্রিকেটারেরাও এদিন সকালে বাংলা দলের সঙ্গেই প্রস্তুতি সারে। মঙ্গলবার সকাল সাড়ে নটায় ম্যাচ শুরু। তার আগে সোমবার বাংলা দলও সকাল সাড়ে নটা থেকে প্রস্তুতি সেরে নিতে চাইছে। যাতে সকালের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে ক্রিকেটারেরা সড়গড় হয়ে ওঠেন। সৌরাশিস বলছেন, 'ছেলেরা প্রত্যেকে মানসিকভাবে চাঙ্গা। দলীয় সংহতি দুর্দান্ত জায়গায়। সেমিফাইনালে দলের সকলে নিজেদের সেরাটা দেবে।'


আরও পড়ুন: ১৭ বলে ৫৯! রেকর্ড গড়ে অস্ট্রেলিয়াকে হারাল শ্রীলঙ্কা, মুগ্ধ মালিঙ্গারা