কলকাতা: স্কোরবোর্ডে তখন ১৮৩ রান। হাতে পাঁচ উইকেট। বাংলার ক্রিকেটপ্রেমীরা ভেবেছিলেন যে, অন্তত আড়াইশো রান তুলবে বাংলা। তারপর তিনশো রান করে ম্যাচ জেতার চ্যালেঞ্জ ছুড়ে দেবে হায়দরাবাদের দিকে (Bengal vs Hyderabad)।


কিন্তু কোথায় কী! উল্টে মাত্র ১৮ রানের মধ্যে শেষ পাঁচ উইকেট হারিয়ে বসল বাংলা। অভিমন্যু ঈশ্বরণদের (Abhimanyu Easwaran) দ্বিতীয় ইনিংস গুটিয়ে গেল ২০১ রানে। হায়দরাবাদের চেয়ে ২৩৮ রানের লিড নিয়ে। ম্যাচ জেতার জন্য হায়দরাবাদের সামনে লক্ষ্য ২৩৯। তবে শেষ লগ্নে বাংলা শিবিরকে সরাসরি জয়ের স্বপ্ন দেখাচ্ছেন পেসাররা। ১৬ রানের মধ্যে বিপক্ষের তিন উইকেট তুলে নিয়েছেন ঈশান পোড়েল, মুকেশ কুমার ও আকাশ দীপ পেসার ত্রয়ী। কাল, রবিবার, ম্যাচের শেষ দিন। সাত উইকেট তুলে নিয়ে কি মোক্ষলাভ হবে বাংলার? রুদ্ধশ্বাস রবিবারের চিত্রনাট্য কিন্তু তৈরি থাকছে কটকের বরাবাটি স্টেডিয়ামে।


বাংলার ব্যাটিং নিয়ে যদিও দলের থিঙ্ক ট্যাঙ্ক খুশি নয়। বিশেষ করে যেভাবে ব্যাটাররা ক্রিজে জমে গিয়েও আউট হয়ে যাচ্ছেন, তা শিবিরকে অস্বস্তিতে রাখছে। শনিবার বাংলার স্কোরকার্ড দেখলে চোখে পড়বে, একমাত্র সুদীপ ঘরামি ও অভিষেক পোড়েল ছাড়া বাকি প্রত্যেক ব্যাটার ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন। কিন্তু তারপর আচমকাই আউট হয়ে যান। প্রথম ম্যাচেও সেই ছবি দেখা গিয়েছিল।


কটক থেকে মোবাইল ফোনে বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বললেন, 'শুধু এবারের দুই ম্যাচে নয়, গত প্রায় এক দশক ধরে এই সমস্যা চলছে। ক্রিজে জমে গিয়ে আউট হওয়াটা মানা যায় না। অন্যান্য রাজ্য দলের ব্যাটাররা কিন্তু বড় রান করছে। সেঞ্চুরিতে থেমে থাকছে না, ডাবল সেঞ্চুরি করছে। সেখানে একটা ৩০ বা ৪০ রানের মূল্য নেই। জাতীয় দলে খেলার স্বপ্ন দেখতে গেলে রঞ্জিতে ধারাবাহিকভাবে বড় রান করে যেতে হবে।'


তবে এদিন ফের রান পেয়েছেন শাহবাজ আমেদ। চাপের মুখে হাফসেঞ্চুরি করে বাংলা শিবিরকে অক্সিজেন জুগিয়েছেন আইপিএলে বিরাট কোহলির সতীর্থ। সৌরাশিস বলছেন, 'চাপের মুখে পারফর্ম করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছে শাহবাজ। দারুণ ইনিংস খেলেছে।'


তৃতীয় দিনের শেষে বাংলা শিবিরে সরাসরি জয়ের স্বপ্ন। কারণ, বঙ্গ পেসাররা দুরন্ত ছন্দে। মাত্র ১৬ রানের মধ্যে হায়দরাবাদের টপ অর্ডারের তিনজনকে ড্রেসিংরুমে ফেরানো গিয়েছে। সৌরাশিস বলছেন, 'আমাদের সরাসরি জেতার জন্যই ঝাঁপাতে হবে। কালকের প্রথম ঘণ্টাটা খুব গুরুত্বপূর্ণ। দ্রুত ওদের কয়েকটি উইকেট তুলে নিতে হবে। আমাদের হাতে এখনও ২২২ রান আছে। ওদের অল আউট করতে হবে।'