বেঙ্গালুরু: প্রথমবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হল মধ্যপ্রদেশ (Madhya pradesh)। টুর্নামেন্টের ফাইনালে (Final) মুম্বইকে (Mumbai) ৬ উইকেট হারিয়ে খেতাব ঘরে তুলল মধ্যপ্রদেশ। ২৩ বছর আগে ১৯৯৮-৯৯ সালে টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার রঞ্জির ফাইনালে (Ranji Trophy Final) পৌঁছেছিল মধ্যপ্রদেশ। সেবার কর্ণাটকের বিরুদ্ধে হেরে গিয়েছিল তারা। সেই দলের অধিনায়ক চন্দ্রকান্ত পণ্ডিত সেবার পারেননি। কিন্তু এবার কোচ হিসেবে রঞ্জি ট্রফি চ্য়াম্পিয়ন করলেন দলকে।
প্রথম ইনিংসে লিড নিয়েছিল মধ্যপ্রদেশ। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে চতুর্থ দিনের শেষে মুম্বইয়ের স্কোর ছিল ২ উইকেটে ১১৩ রান। সেখান থেকে এদিন মাত্র ১৫৬ রান আর যোগ করতেই বাকি ৮ উইকেট খোয়ায় পৃথ্বী শ-র দল। চতুর্থ দিনের শেষে ৩০ রান করে ক্রিজে ছিলেন আরমান জাফর। তাঁর সঙ্গী হিসেবে ছিলেন সুদেভ পার্কার। এদিন খেলার শুরু থেকেই মধ্যপ্রদেশের স্পিনার কুমার কার্তিকেয়র বিষধর বোলিংয়ের সামনে কোনও কুলকিনার পাচ্ছিলেন না মুম্বইয়ের ব্যাটাররা। ৩৭ রান করে জাফর ফিরে যান। সুদেভ অর্ধশতরান করেই আউট হন। সরফরাজ ৪৫ রান করেন। তবে বাকিরা কেউই সেভাবে রান পাননি। দ্বিতীয় ইনিংসে ২৬৯ রানে অল আউট হয়ে য়ায়। কার্তিকেয় মোট ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন গৌরব যাদব এবং পার্থ সাহানি।
মাত্র ১০৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বেশি কষ্ট করতে হয়নি মধ্যপ্রদেশের ব্য়াটারদের। ৪ উইকেট হারালেও জয় আটকায়নি তাদের। রজত পাতিদার ৩০ রানে অপরাজিত থাকেন। আদিত্য শ্রীবাস্তব অবশ্য অপরাজিত থাকেন ১ রানে। এছাড়া হিমাংশু মন্ত্রী ৩৭ করেছেন, শুভম শর্মা করেছেন ৩০ রান। মুম্বইয়ের শামস মুলানি ৩ উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, প্রথম ইনিংসে বড় রানের লিড নেওয়ায় সবাই ধরেই নিয়েছিল যে মধ্যপ্রদেশ জিততে চলেছে। মোটামুটিভাবে সকলে ধরেই নিয়েছেন যে, চন্দ্রকান্ত পণ্ডিতের প্রশিক্ষণে প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি ঘরে তুলতে চলেছে রজত পতিদাররা। কিন্তু প্রতিপক্ষের নাম যখন ৪১ বারের রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই, তখন পাল্টা লড়াই হবে না, তাও আবার হয় নাকি! কিন্তু শেষ পর্যন্ত পণ্ডিতের দলই শেষ হাসি হাসল।