POCO X4 GT Price In India: বিশ্ববাজারে এসে গেল Poco X4 GT । টেক সাইটগুলোর মতে, Redmi Note 11T Pro-এর একটি রি-ব্র্যান্ডেড ভার্সন বলা হচ্ছে এই ফোনকে। যা বর্তমানে কেবল চিনে পাওয়া যায়। জেনে নিন, নতুন এই ফোনের স্পেকস , ফিচার ও দাম।
POCO X4 GT: কী স্পেকস ফোনে ?
মিডিয়াটেক চিপসেট, হাই রিফ্রেশ রেট ডিসপ্লে ও অত্যন্ত দ্রুত চার্জিং সাপোর্ট সহ পওয়া যায় এই ফোন। কোম্পানি এই পণ্যটি একটি মিড-রেঞ্জ স্মার্টফোন হিসেবে বাজারে নিয়ে এসেছে। এতে পাবেন 6.6-ইঞ্চি IPS LCD প্যানেল, যা 1080 x 2400 পিক্সেলের ফুল HD + রেজলিউশন দেয়। স্মার্টফোনের ডিসপ্লেতে পাবেন কর্নিং গোরিলা গ্লাসের সুরক্ষা। এর সাথে ডিভাইসটিতে 144Hz রিফ্রেশ রেট ও 650nits উজ্জ্বলতার সুবিধাও রয়েছে। ডিসপ্লের 1 বিলিয়ন কালার অপশন, ডিসি ডিমিং ও ডলবি ভিশন সার্টিফিকেশন এর সেরা বৈশিষ্ট্য রয়েছে এই ফোনে।
Poco X4 GT প্রসেসর
ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 চিপসেটে চলে। যা মালি -610 এমসি 6 জিপিইউ এর সঙ্গে যুক্ত। এই Poco স্মার্টফোনটিতে 8GB RAM ও 256GB পর্যন্ত স্টোরেজ রয়েছে। তাপ নিয়ন্ত্রণের জন্য স্মার্টফোনে হাই লিকুইড-কুল টেকনিক ২.০ ব্যবহার করা হয়েছে। যা তাপের ক্ষতি কমাতে গ্রাফাইট শিটের সাতটি স্তর নিয়ে গঠিত।
Poco X4 GT ব্যাটারি
Poco X4 GT একটি 5,080mAh ব্যাটারি ইউনিট দেয়, যা 67W দ্রুত চার্জিং সমর্থন করে। কোম্পানি দাবি করেছে, ফোনটি মাত্র 46 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ করা যাবে। ডিভাইসটি 3.5 এমএম হেডফোন সকেট, টুইন স্টিরিও স্পিকার, ওয়াই-ফাই 6, ব্লুটুথ 5.3, হাই-রেস অডিও সার্টিফিকেশন পেয়েছে।
POCO X4 GT ফোনের দাম
8GB + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য ডিভাইসটির দাম 299 ইউরো (আনুমানিক 24,710 টাকা), যেখানে 8GB + 256GB মডেলের দাম 349 ইউরো (আনুমানিক 28,842 টাকা)। অ্যামাজন, আলিএক্সপ্রেস, লাজাদা, আল্লেগ্রো ও পোকো স্টোর সহ বিভিন্ন অনলাইন খুচরো বিক্রেতার মাধ্যমে ডিভাইসটি ইউরোপের কয়েকটি দেশে 27 জুন থেকে বিক্রির জন্য পাওয়া যাবে। শোনা যাচ্ছে, শীঘ্রই ভারতের বাজারে চলে আসতে পারে এই ফোন।
আরও পড়ুন : iPhone 13 Update: ৮০,০০০ টাকার আইফোন ৫৫,০০০ হাজারে, এখনও দেরি করছেন ?