কলকাতা: রঞ্জিতে বাংলা স্কোয়াডে ঢুকে পড়লেন রবি কুমার। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবি। এমনকী ফাইনালেও ৪ উইকেট তুলে নিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ এবার রাজ্যের সিনিয়র দলে ঢুকে পড়লেন এই তরুণ বোলার। ২২ সদস্যের দলে রয়েছেন যুব বিশ্বকাপে স্ট্যান্ডবাই অভিষেক পোড়েলও। 




গতকালই জানা গিয়েছিল যে আসন্ন আইপিএলে নিলামে অংশ নিতে পারবেন না রবি কুমার সহ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের ৮ জন ক্রিকেটার। কারণ, তাঁরা এখনও পর্যন্ত একটিও প্রথম শ্রেণির ম্যাচ (First Class Cricket) খেলেননি। বিসিসিআই-এর (BCCI) নিয়ম অনুযায়ী, আইপিএল-এ জায়গা পেতে হলে অন্তত একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলতেই হবে। না হলে অন্তত ১৯ বছর বয়স হতেই হবে। কিন্তু সংশ্লিষ্ট ক্রিকেটাররা এই শর্তগুলির কোনওটিই পূরণ করতে পারছেন না। সেই কারণেই তাঁদের পক্ষে এবারের আইপিএল-এর নিলামে থাকা সম্ভব হচ্ছে না।


বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের উইকেটকিপার দীনেশ বানা, সহ-অধিনায়ক শায়েক রশিদ, বাংলার বাঁ হাতি পেসার রবি কুমার, অলরাউন্ডার নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, ওপেনার অঙ্ককৃশ রঘুবংশী, মানব পারেখ ও গর্ব সাঙ্গওয়ান আইপিএল-এর নিলামে যোগ দিতে পারবেন না। এ বিষয়ে বিসিসিআই এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বিসিসিআই-এর একাংশের মতে, করোনা আবহে গত দু’বছরে খুব কমই ঘরোয়া ক্রিকেট ম্যাচ হয়েছে। তাই অনূর্ধ্ব-১৯ দলের এই আটজন ক্রিকেটারের জন্য নিয়ম বদল করা যেতেই পারে।


উল্লেখ্য, দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। অভিজ্ঞ মনোজ তিওয়ারি রয়েছেন স্কোয়াডে। তবে আশ্চর্যজনকভাবে দলে দেখা মেলেনি ঋদ্ধিমান সাহার। আসন্ন শ্রীলঙ্ক সফরে জাতীয় দলে ঋদ্ধিমানকে নেওয়া হবে না, এমনই বিসিসিআই সূত্র থেকেও জানিয়ে দেওয়া হয়েছে। বয়সজনিত কারণে না কি বাদ পড়তে পারেন ঋদ্ধি। সেক্ষেত্রে নির্বাচন কমিটি কে এস ভরতের দিকে নজর রেখেছে। এই পরিস্থিতিতে রঞ্জি দলেও বাংলার পাপালির না থাকাটা অনেক প্রশ্ন উঠিয়ে দিয়েছে। তবে কি ক্রিকেট কেরিয়ার এখানেই শেষ হয়ে গেল ঋদ্ধির। তবে সূত্রের খবর, পারিবারিক কারণেই এবার রঞ্জি না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ঋদ্ধি।