মুম্বই: পাণ্ড্য ব্রাদার্সের পর ভারতীয় ক্রিকেটে ফের সাড়া ফেলেছেন দুই ভাই। দাদা ঘরোয়া ক্রিকেটে কাঁড়ি কাঁড়ি রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে। ভাই ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দলে ছিলেন। ঘরোয়া ক্রিকেটেও সাড়া ফেললেন। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করলেন মুম্বইয়ের (Mumbai vs Baroda Ranji Trophy Quarter Final) হয়ে।


সরফরাজ খানের (Sarfaraz Khan) ভাই মুশীর খান (Musheer Khan)। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করলেন মুশীর। শনিবার মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে বঢোদরার বিরুদ্ধে মুশীরের ডাবল সেঞ্চুরির সুবাদে চালকের আসনে মুম্বই। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৮টি বাউন্ডারি মারেন মুশীর। ষষ্ঠ উইকেটে হার্দিক তামোরের সঙ্গে ১৮১ রানের জুটি গড়েন মুশীর। অজিঙ্ক রাহানেদের বিপদের হাত থেকে উদ্ধার করে এই জুটি। ৩৫৭ বলে ২০৩ রানে অপরাজিত ছিলেন মুশীর। হার্দিক ৫৭ রান করেন। মুম্বইয়ের প্রথম ইনিংস শেষ হয় ৩৮৪ রানে। জবাবে দ্বিতীয় দিনের শেষে বঢোদরার স্কোর ১২৭/২। 


১৪২ রানের মধ্যে ৫ উইকেট পড়ে গিয়েছিল মুম্বইয়ের। সেখান থেকে দলকে বিপন্মুক্ত করেন ১৮ বছরের মুশীর। নিজের চতুর্থ প্রথম শ্রেণির ম্যাচে। 


 






পৃথ্বী শ, ভূপেন লালওয়ানি, অধিনায়ক রাহানেরা রান পাননি। সেখানে হাল ধরেন জুনিয়র খান। সদ্যসমাপ্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও ছন্দে ছিলেন। ভারতের হয়ে টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন মুশীরই। ৬০ ব্যাটিং গড় রেখে ৩৬০ রান করেছিলেন। এবার সিনিয়র পর্যায়েও নজর কাড়তে শুরু করলেন। 


নওশাদ খানের পরিবারে স্মরণীয় হয়ে রইল এই সপ্তাহ। যেখানে রাজকোটে টেস্ট অভিষেকেই নজর কেড়েছেন সরফরাজ। আর মুশীর রঞ্জি ট্রফিতে হইচই ফেলে দিলেন।           




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।