কলকাতা: ১৩ বছর পর ফের রঞ্জি ট্রফির ফাইনালে বাংলা। মঙ্গলবার, ইডেন গার্ডেন্সে সেমিফাইনালে কেএল রাহুল, মণীশ পাণ্ডে সম্বলিত কর্ণাটককে ১৭৪ রানে হারিয়ে খেতাবি লড়াইয়ের ম্যাচে পৌঁছে যায় বাংলা দল।
শেষবার বাংলা রঞ্জি ফাইনালে উঠেছিল ২০০৬-০৭ মরশুমে। কিন্তু, ফাইনালে মুম্বইয়ের কাছে পরাজয় স্বীকার করে। বাংলা শেষবার খেতাব জিতেছিল ১৯৮০-৯০ মরশুমে।
প্রথম ইনিংসে ১৯০ রানে পিছিয়ে পড়ে এমনিতেই চাপে ছিল কর্ণাটক। দ্বিতীয় ইনিংসে ৩৫২ রানের টার্গেট রাখে বাংলা। কিন্তু, ১৭৭ রানেই শেষ হয়ে যায় কর্ণাটকের প্রতিরোধ। চতুর্থ দিনের সকালেই জয় নিশ্চিত করে ফেলে বাংলার বোলাররা। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কর্ণাটককে ব্যাকফুটে ফেলে দিয়েছিলেন ঈশান পোড়েল। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন মুকেশ কুমার।
যদিও, বাংলার এই জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ব্যাটসম্যান অনুষ্টুপ মজুমদার। দল যখন ৬৭ রানে ৬ উিকেট খুইয়ে ধুঁকছে, সেই সময় বুক চিতিয়ে লড়াই চালিয়ে দলকে নির্ভরযোগ্য জায়গায় টেনে তোলেন তিনি। অনুষ্টুপের অপরাজিত ১৪৯ রানের ইনিংসের দৌলতে বাংলা প্রথম ইনিংসে ৩১২ রান তোলে।
কিন্তু, ঈশান পোড়েলের বিধ্বংসী স্পেলে ধরাশায়ী হয় কর্ণাটক। ১২২ রানে গুটিয়ে যায় রাহুলদের ইনিংস। দ্বিতীয় ইনিংসে বাংলা তোলে ১৬১ রান।