লাহলি: হরিয়ানার বিরুদ্ধে কি বোনাস পয়েন্ট সহ জিতবে বাংলা (Ranji Trophy)?
রঞ্জি ট্রফির ম্যাচে তৃতীয় দিনের শেষে এই প্রশ্নটাই সবচেয়ে জোরালভাবে ঘোরাফেরা করছে বাংলা শিবিরে। কারণ, লাহলির সবুজ পিচে ফলো অন করিয়ে হরিয়ানার ৭ উইকেট ফেলে দিয়েছে বাংলা। ১৭৭ রানে। এখনও ৭৯ রান রয়েছে বাংলার হাতে। শুক্রবার, ম্যাচের শেষ দিন হরিয়ানাকে সেই রানের মধ্যে অল আউট করতে পারলেই বোনাস সহ ৭ পয়েন্ট পাবে বাংলা।
বাংলা যে হরিয়ানাকে ফলো অন করাতে পারে, সেই ইঙ্গিত আগেই দিয়েছিল এবিপি লাইভ। সেই কৌশলই অবলম্বন করে বাংলা। তাতে কাজও দেয়। বাংলার পেসার আকাশ দীপ ৩টি ও মুকেশ কুমার দুটি উইকেট নিয়েছেন।
খেলা হওয়ার কথা ছিল বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত। ৬৯ ওভারের পরে কম আলোর জন্য খেলাকে বন্ধ হয়ে যায়। তখন হরিয়ানার স্কোর ছিল ১৭৭/৭ রান। বাংলা শিবির আত্মবিশ্বাসী যে, শুক্রবার দ্রুত প্রতিপক্ষকে অল আউট করে ৭ পয়েন্ট ঘরে তোলা যাবে।
বিদর্ভের অবিশ্বাস্য জয়
হাতে মাত্র ৭৩ রানের পুঁজি। মনে হচ্ছিল, রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) গুজরাতের জয় স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু সেই ম্যাচ নাকি বার করে নিল বিদর্ভ (Vidarbha vs Gujarat)। মাত্র ৫৪ রানে গুজরাতকে অল আউট করে দিয়ে!
রঞ্জি ট্রফিতে এরকমই দুরন্ত কীর্তি ঘটিয়েছে বিদর্ভ। নাগপুরের জামথায় নাটকীয় তৃতীয় দিন মাত্র ৫৪ রানে গুজরাতকে শেষ করে দিয়েছে বিদর্ভ। সেই সঙ্গে ইতিহাসে নাম তুলে নিয়েছে।
কেন?
ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ ইনিংসে এত কম রানের পুঁজি নিয়ে এর আগে কোনও দল ম্যাচ জেতেনি। এর আগে, স্বাধীনতার পরের মরসুমে, ১৯৪৮-৪৯ সালে জামশেদপুরে ৭৮ রানের পুঁজি নিয়ে দিল্লিকে হারিয়েছিল বিহার। সেটাই ছিল এতদিন ভারতের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে কম রান হাতে নিয়ে ম্যাচ জেতার নজির। ৭৩ বছরের রেকর্ড ভেঙে দিল বিদর্ভ।
বিদর্ভের জয়ের নায়ক আদিত্য সারওয়াতে। বাঁহাতি স্পিনার মাত্র ১৭ রানে ৬ উইকেট নিয়েছেন। তাঁর ঘূর্ণি বুঝতে না পেরে একে একে ফিরে যান গুজরাতের ব্যাটাররা।
ক্রিকেট অনুরাগীরা উৎসাহিত কারণ, এই মাঠেই ৯ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। তবে সেই ম্যাচ খেলা হবে অন্য পিচে।
আরও পড়ুন: ABP Exclusive: মোবাইলে কার নম্বর 'গড' নামে সেভ করে রেখেছেন ডাবল সেঞ্চুরির নায়ক শুভমন?