নাগপুর: জাতীয় (Team India) দলের জার্সিতে তিনি শেষ খেলেছেন ২০২৩ সালের জুন মাসে। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। তারপর থেকে তিনি ভারতীয় টেস্ট দলে ব্রাত্য। তবে ঘরোয়া ক্রিকেটে ছন্দেই রয়েছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। রবিবার এক মাইলফলক গড়ে ফেললেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন সৌরাষ্ট্রের ব্যাটার।


ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে এই তালিকায় নাম লেখালেন পূজারা। নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে ম্যাচে এই কীর্তি স্পর্শ করলেন ডানহাতি ব্যাটার। ম্যাচের প্রথম ইনিংসে ১০৫ বলে ৪৩ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১৩৭ বলে করেন ৬৬ রান। ২৩৮ রানে বিদর্ভকে হারিয়ে ম্যাচ জিতেছে তাঁর দল সৌরাষ্ট্র।


২৬০টি প্রথম শ্রেণির ম্যাচে ২০,০১৩ রান হয়ে গেল পূজারার। ৫১.৯৮ গড়ে রান করেছেন তিনি। রয়েছে ৬১টি সেঞ্চুরি ও ৭৮টি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর ৩৫২।


এই তালিকায় পূজারার আগে রয়েছেন রাহুল দ্রাবিড় (২৩,৭৯৪ রান), সচিন তেন্ডুলকর (২৫,৩৯৬ রান) ও সুনীল গাওস্কর (২৫,৮৯৬ রান)। ভারতের হয়ে ১০৩টি টেস্ট ম্যাচে ৭১৯৫ রান করেছেন পূজারা। ৪৩.৬০ গড়ে। আন্তর্জাতিক মঞ্চে রয়েছে ১৯টি সেঞ্চুরি ও ৩৫টি হাফসেঞ্চুরি। খেলেছেন মোট ১৭৬টি ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ২০৬ রান।


ভারতীয় ক্রিকেট বোর্ড থেকেও রবিবার শুভেচ্ছা জানানো হল পূজারাকে। সোশ্যাল মিডিয়ায় বোর্ডের তরফে লেখা হয়, 'মাইলফলকের তালা ভেঙে গেল। চেতেশ্বর পূজারা প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন। ভারতের চতুর্থ ব্যাটার হিসাবে এই তালিকায় নাম লেখালেন।'


 






অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর থেকে অবশ্য আর ভারতীয় টেস্ট দলে জায়গা পাননি সৌরাষ্ট্রের ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ২৫ জানুয়ারি থেকে ঘরের মাঠে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের দলেও জায়গা হয়নি পূজারার।                  


আরও পড়ুন: আম্পায়ারদের ভুলে ভোগান্তি বাংলার, সোমবার ইডেনে থ্রিলারের প্রার্থনা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে