মুম্বই: আগেই জানিয়েছিলেন যে, রঞ্জি ফাইনাল খেলেই তিনি ক্রিকেটের জুতোজোড়া তুলে রাখবেন। বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ফাইনালই (Ranji Trophy) ছিল তাঁর কেরিয়ারের শেষ প্রথম শ্রেণির ম্যাচ।


কিন্তু ধবল কুলকার্নি (Dhawal Kulkarni) হয়তো ভাবতেও পারেননি যে, তাঁর জন্য এত বড় সম্মান তুলে রেখেছেন সতীর্থ ও অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ভারতীয় টেস্ট দলের এক সময়কার গুরুত্বপূর্ণ সদস্যের কাজ হৃদয় ছুঁয়ে গিয়েছে সকলের।


৩৫ বছরের ধবল কুলকার্নি কেরিয়ারের শেষ ম্যাচে মধুর স্মৃতি নিয়ে ফিরলেন। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই (Mumbai vs Vidarbha)। সব মিলিয়ে মুম্বইয়ের ৪২তম রঞ্জি ট্রফি। ম্যাচে মুম্বইয়ের হয়ে শেষ উইকেটটি নেন ধবলই। তাঁর হাতেই শেষ উইকেটটি নেওয়ার জন্য বল তুলে দিয়েছিলেন অধিনায়ক রাহানে। হতাশ করেননি ধবল। উমেশ যাদবকে বোল্ড করে মুম্বইকে রঞ্জি চ্যাম্পিয়ন করেন। ছ'বার ফাইনাল খেলে পঞ্চম রঞ্জি খেতাব জিতলেন ধবল।



বৃহস্পতিবার বিদর্ভের লোয়ার মিডল অর্ডারকে ভাঙেন তুষার দেশপাণ্ডে ও তনুশ কোটিয়ান। ৩৫৩/৫ থেকে দুই বোলারের দাপটে ৩৬৪/৯ হয়ে যায় বিদর্ভ। দুটি করে উইকেট নেন তুষার ও তনুশ।


তুষার যখন স্পেলে তাঁর পরের ওভারটি করতে যাচ্ছিলেন, তখনই তাঁকে থামিয়ে ধবলের হাতে বল তুলে দেন রাহানে। শেষ উইকেট তুলে নেন ধবলই। ১৬৯ রানে ম্যাচ জেতে মুম্বই।


জয়ের পর ধবল বলেছেন, 'যে কোনও ক্রিকেটারেরই স্বপ্ন থাকে কেরিয়ারে শুরু ও শেষটা দুর্দান্তভাবে করার। আমি ষষ্ঠ ফাইনাল খেললাম, পাঁচবার জিতলাম। তবে এই জয় স্মরণীয় হয়ে থাকবে।' যোগ করেছেন, 'আমার হাতে বল তুলে দিয়ে দারুণ সৌজন্য দেখিয়েছে রাহানে। আমি ভাবতে পারিনি যে, ও আমার হাতে বল তুলে দেবে। আগের দুই ওভারে দুই উইকেট নেওয়ার পরেও যে তুষার আমাকে বল করতে দিয়েছে, তার জন্য ওকেও কুর্নিশ। ও আমাকে বলে, এতদিন ধরে আমাদের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছ, এই ওভারেও দাও।'









আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ক্রিকেটে এখন ভারতীয় বংশোদ্ভূতদের রমরমা, সামনে এল চমকে ওঠার মতো তথ্য


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে