নয়াদিল্লি: ভারতীয় দলের অন্যতম সেরা পেসার ইশান্ত শর্মা ফের ডান পায়ের গোড়ালিতে চোট পেলেন। দিল্লিতে রঞ্জি ট্রফির ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংস বল করার সময় গোড়ালিতে চোট পেলেন তিনি। ডান পায়ের গোড়ালির চোট এর আগেও তাঁকে ভুগিয়েছে। বিপক্ষের ব্যাটসম্যান ফৈয়াজ ফজলের বিরুদ্ধে এলবিডব্লু আউটের আবেদন করতে গিয়ে গোড়ালি মচকে যায় তাঁর এবং সঙ্গে সঙ্গে পিটের ওপরই পড়ে যান ইশান্ত।
ইশান্ত এখনও পর্যন্ত ভারতের হয়ে ৯৬ টেস্ট খেলেছেন। আগামী ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে ভারতের প্রথম টেস্ট শুরু। গোড়ালি মচকে যাওয়ায় ওই টেস্টের আগে তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগ বাড়ল।
ইশান্তকে মাঠের বাইরে নিয়ে আসা হয় এবং দিল্লি দলের ফিজিও তাঁর আঘাত পরীক্ষা করে দেখেন। দ্বিতীয় ইনিংসে তাঁর তৃতীয় ওভার বল করতে এসে চোট পান ইশান্ত। প্রথম ইনিংসে ৪৫ রানে ৩ উইকেট পেয়েছিলেন তিনি।
বেশ কিছুদিন ধরেই গোড়ালির অস্ত্রোপচার আটকে রেখেছেন তিনি। ভারতীয় দলের হয়ে ১০০ টেস্ট খেলার স্বপ্ন পূর্ণ করতে নিজের ওয়ার্কলোড সামলানোকেই বেশি গুরুত্ব দিয়েছেন ইশান্ত। জাতীয় নির্বাচক দেবাং গাঁধী গ্যালারিতে ছিলেন এবং তাঁকে উদ্বিগ্নও দেখায়। তিনি মেডিক্যাল স্টাফদের কাছে ইশান্তের চোট সম্পর্কে খোঁজখবর করেন।
নিউজিল্যান্ড সিরিজে ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণার আগে রঞ্জি ম্যাচে গোড়ালিতে চোট ইশান্তের
ABP Ananda webdesk
Updated at:
20 Jan 2020 05:31 PM (IST)
ভারতীয় দলের অন্যতম সেরা পেসার ইশান্ত শর্মা ফের ডান পায়ের গোড়ালিতে চোট পেলেন। দিল্লিতে রঞ্জি ট্রফির ম্যাচে বিদর্ভের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংস বল করার সময় গোড়ালিতে চোট পেলেন তিনি। ডান পায়ের গোড়ালির চোট এর আগেও তাঁকে ভুগিয়েছে। বিপক্ষের ব্যাটসম্যান ফৈয়াজ ফজলের বিরুদ্ধে এলবিডব্লু আউটের আবেদন করতে গিয়ে গোড়ালি মচকে যায় তাঁর এবং সঙ্গে সঙ্গে পিটের ওপরই পড়ে যান ইশান্ত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -