লাভ আজকাল সেফেরই ছবির রিমেক, দীপিকা পাড়ুকোনের বিপরীতে সেই ছবিরও নাম ছিল লাভ আজকাল। এক সাক্ষাৎকারে সেফ সারা ও তাঁর নায়ক কার্তিক আরিয়ানকে প্রথমে অভিনন্দন জানিয়েছেন, তারপর বলেছেন, তাঁর ছবির ট্রেলার তাঁর বেশি পছন্দ হয়েছিল।
এখন ট্রেলারে কার্তিক-সারার ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। সম্ভবত সে জন্যই সেফের ট্রেলার ভাল লাগেনি।