কলকাতা:বাংলার রঞ্জি-সেমিফাইনালে ওঠার রাস্তা ক্রমশ পরিষ্কার হচ্ছে। বাংলার ৩৩২ রানের জবাবে ওড়িশার প্রথম ইনিংস শেষ আড়াইশো রানে। প্রথম ইনিংসে লিড পাওয়ার সুবাদে বাংলার সেমিতে ওঠার পথ আরও প্রশস্ত। কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিনে প্রথম ইনিংসে বাংলা গুরুত্বপূর্ণ ৮২ রানের লিড পেয়েছে।
দ্বিতীয় দিনের চার উইকেটে ১৫১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওড়িশা। শেষপর্যন্ত ২৫০ রানে অলআউট হয়ে যায়। প্রথম ইনিংসে বড় রানের লিড পায় বাংলা। আর এই লিডই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার রান ২ উইকেটে ৭৯। মোট ১৬১ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলা।
ওড়িশার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮২ রানের লিড, বাংলার সেমিতে ওঠার পথ আরও প্রশস্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Feb 2020 11:59 PM (IST)
বাংলার রঞ্জি-সেমিফাইনালে ওঠার রাস্তা ক্রমশ পরিষ্কার হচ্ছে। বাংলার ৩৩২ রানের জবাবে ওড়িশার প্রথম ইনিংস শেষ আড়াইশো রানে। প্রথম ইনিংসে লিড পাওয়ার সুবাদে বাংলার সেমিতে ওঠার পথ আরও প্রশস্ত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -