নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হওয়ার পর থেকেই বন্ধ থাকা শাহিনবাগের একাংশ আজ খুলে দেওয়া হল। আজ কালিন্দী কুঞ্জ ও নয়ডার মধ্যবর্তী রাস্তা। আন্দোলনকারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট-নিযুক্ত মধ্যস্থতাকারীদের চারদিন ধরে চলা আলোচনার পরিপ্রেক্ষিতেই সমাধানসূত্র পাওয়া গেল। মধ্যস্থতাকারীরা প্রতিশ্রুতি দেন, আন্দোলনকারীদের দাবিগুলি সুপ্রিম কোর্টে পেশ করা হবে।
ডিসিপি দক্ষিণ-পূর্ব আর পি মীনা আজ শাহিনবাগের পরিস্থিতি পর্যবেক্ষণে যান। তবে শাহিনবাগে রাস্তার একাংশ খুলে দেওয়া হলেও, এখনও ব্যারিকেড আছে। ওই অঞ্চল দিয়ে যাওয়া প্রতিটি গাড়িই পরীক্ষা করছেন পুলিশকর্মীরা। যদিও রাস্তা খুলে যাওয়ায় পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
২ মাস পর খুলল শাহিনবাগে রাস্তার একাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Feb 2020 09:07 PM (IST)
ডিসিপি দক্ষিণ-পূর্ব আর পি মীনা আজ শাহিনবাগের পরিস্থিতি পর্যবেক্ষণে যান।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -