ট্রেন্ডিং

সেনাপ্রধানের সঙ্গে অশান্তি চরমে, ইউনূসের ইস্তফা-সম্ভাবনা, ঠিক কী কারণে চওড়া হচ্ছে ফাটল?

নতুন 'হোমগ্রাউন্ড'-এ আজ বিরাটদের লড়াই হায়দরাবাদের বিরুদ্ধে, কখন, কোথায় দেখবেন?

হাইকোর্টের নির্দেশের পরেও ভাঙা হল না জয়ন্ত সিংহের বাড়ি ! কামারহাটি পুরসভার দাবি, 'ভাঙার মত পরিকাঠামো নেই..'

বিসর্জনে তারস্বরে বাজছিল ডিজে বক্স, বন্ধ করতে গিয়ে ইটের আঘাতে আক্রান্ত পুলিশ !

জ্যোতি মালহোত্রার ফোন-ল্যাপটপের ফরেন্সিক-রিপোর্টে নতুন তথ্য? IND Vs Pakistan
পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর বিকট শব্দ ! পরপর ফাটল ল্যান্ডমাইন
২ মাস পর খুলল শাহিনবাগে রাস্তার একাংশ
ডিসিপি দক্ষিণ-পূর্ব আর পি মীনা আজ শাহিনবাগের পরিস্থিতি পর্যবেক্ষণে যান।
Continues below advertisement

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হওয়ার পর থেকেই বন্ধ থাকা শাহিনবাগের একাংশ আজ খুলে দেওয়া হল। আজ কালিন্দী কুঞ্জ ও নয়ডার মধ্যবর্তী রাস্তা। আন্দোলনকারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট-নিযুক্ত মধ্যস্থতাকারীদের চারদিন ধরে চলা আলোচনার পরিপ্রেক্ষিতেই সমাধানসূত্র পাওয়া গেল। মধ্যস্থতাকারীরা প্রতিশ্রুতি দেন, আন্দোলনকারীদের দাবিগুলি সুপ্রিম কোর্টে পেশ করা হবে।
ডিসিপি দক্ষিণ-পূর্ব আর পি মীনা আজ শাহিনবাগের পরিস্থিতি পর্যবেক্ষণে যান। তবে শাহিনবাগে রাস্তার একাংশ খুলে দেওয়া হলেও, এখনও ব্যারিকেড আছে। ওই অঞ্চল দিয়ে যাওয়া প্রতিটি গাড়িই পরীক্ষা করছেন পুলিশকর্মীরা। যদিও রাস্তা খুলে যাওয়ায় পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে