কলকাতা: কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড পাওয়ায় রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা। অন্যদিকে, জম্মু ও কাশ্মীরকে হারিয়ে সেমিফাইনালে বাংলার মুখোমুখি কর্ণাটক।
৭ উইকেটে ৩৬১ রান নিয়ে খেলা শুরু করে বাংলা এদিন ১২ রানের মধ্যে বাকি তিন উইকেট হারায়। ম্যাচে জয়ী হতে খেলার শেষদিনে ওড়িশার প্রয়োজন ছিল ৪৫৬ রান। যা কার্যত অসম্ভব একটি লক্ষ্য। ১০ ওভারে ওড়িশার রান যখন ৩৯, তখন খারাপ আলো খেলায় ব্যাঘাত ঘটায়। এরপর আর খেলা হয়নি।
প্রথম ইনিংসে ৮২ রানে এগিয়ে থাকার সুবাদে বাংলা রঞ্জি ট্রফির শেষ চারে পৌঁছল। আগামী ২৯ ফেব্রুয়ারি ইডেনে সেমিফাইনালে বাংলা খেলবে কর্ণাটকের বিরুদ্ধে।
অন্যদিকে, কৃষ্ণাপ্পা গৌতমের ৫৪ রানে সাত উইকেটের সুবাদে কর্ণাটক জম্মু ও কাশ্মীরকে ১৬৩ রানে অলআউট করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে।
চতুর্থ কোয়ার্টার ফাইবালে সৌরাষ্ট্র অন্ধ্রের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে উঠেছে। সেমিতে তাদের লড়াই গুজরাতের বিরুদ্ধে। রাজকোটে ২৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এই ম্যাচ।