সন্দীপ সরকার, কলকাতা: হতাশ। কোণঠাসা। কিংকর্তব্যবিমূঢ়। শনিবার সন্ধ্যার বাংলার অধিনায়কের মানসিক অবস্থা বোঝানোর জন্য কোনও বিশেষণই হয়তো যথেষ্ট নয়।
তিরুঅনন্তপুরমে চলছে বাংলা বনাম কেরল (Bengal vs Kerala) রঞ্জি ট্রফির (Ranji Trophy) ম্যাচ। বাংলার কাছে যে ম্যাচ মরণ-বাঁচন। কোয়ার্টার ফাইনালে যাওয়ার সামান্যতম আশা জিইয়ে রাখতে জিততেই হবে বাংলাকে। আর সেই ম্যাচে কি না পরাজয়ের আতঙ্ক বাংলা শিবিরেই! কেরলের ৩৬৩ রানের জবাবে প্রথম ইনিংসে ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ১৭২/৮। এখনও ১৯১ রানে পিছিয়ে বাংলা। জয় তো দূর অস্ত, কেরলের বোনাস পয়েন্ট আটকানোই কঠিন হবে বাংলার কাছে।
আর এই পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় শোরগোল ফেলে দিল মনোজ তিওয়ারির একটি পোস্ট। ইনস্টাগ্রামে মনোজ লিখেছেন, 'পরের মরশুম থেকে রঞ্জি ট্রফি তুলে দেওয়া উচিত। এত কিছু ভুল হচ্ছে এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের এত সমৃদ্ধ পরম্পরা, একে বাঁচানোর জন্য এখনই কিছু করা উচিত। গুরুত্ব ও আনন্দ হারাচ্ছে এই টুর্নামেন্ট। প্রচণ্ড হতাশ।'
মনোজের পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বেঙ্কটেশ আইয়ারের মতো জাতীয় দলে খেলা ক্রিকেটার, যিনি আইপিএলে খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে, লাইক করেন পোস্টটি। অনেকেই জানতে চান, কী এমন হয়েছে?
মনোজের সঙ্গে যোগাযোগ করলে জানা গেল চমকে ওঠার মতো তথ্য। কেরলের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়েই প্রশ্ন তুললেন মনোজ। বঙ্গ অধিনায়ক বললেন, 'কেরলের জলজ সাক্সেনা প্রত্যেকটা বল করার আগে নিজেই নো বলে চিৎকার করছিল। আম্পায়াররা সব দেখেও কোনও ব্যবস্থা নিলেন না। সতর্কও করা হল না জলজকে। আমি সেই ফাঁদেই পা দিয়ে আউট হলাম। ভেবেছিলাম আম্পায়ার নো ডেকেছেন। পরে সতীর্থ অভিমন্যু ঈশ্বরণের কাছে শুনলাম ওটা ও নিজে মুখে বলছে। এটা অন্যায়।'
আম্পায়ারিংয়ের মান নিয়েও বিস্ফোরক মনোজ। বললেন, 'আমাদের ম্যাচে যে দুই আম্পায়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের এই স্তরে খেলা পরিচালনা করার যোগ্যতা রয়েছে কি না সংশয়। অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের তিনটি উইকেট বাজে সিদ্ধান্তের ফল। ওদের তিনটি আউট দেয়নি। অক্ষয় চন্দ্রণ পরিষ্কার কট বিহাইন্ড হলেও আউট দেওয়া হয়নি। ও সেঞ্চুরি করে দিয়ে যায়। এরকম কয়েকটা সিদ্ধান্তে ম্যাচের রং পাল্টে গেল।' ম্যাচের দুই আম্পায়ার এস রবি ও প্রণব এম জোশী। দুজনের আম্পায়ারিং নিয়েই ক্ষোভ বর্ষণ চলছে।
মুম্বই ম্যাচের আগে টসের কয়েন নিয়ে অভিযোগ করেছিলেন মনোজ। বলেছিলেন, হোম টিমের অধিনায়ককে দুটি কয়েন থেকে বেছে নিতে বলা হচ্ছে। যা আগে কখনও হয়নি। কেরল ম্যাচেও তা হয়েছে বলে জানালেন মনোজ। বললেন, 'টস ম্যাচের মোড় ঘুরিয়ে দিচ্ছে।'
কিন্তু টুর্নামেন্টের ম্যাচ খেলতে খেলতে এরকম কথাবার্তা তো নির্বাসন ও জরিমানার মতো কড়া শাস্তির মুখেও ফেলতে পারে? মনোজ পিছু হঠতে নারাজ। বলছেন, 'শাস্তি হলে হবে। কিন্তু প্রতিবাদটা হওয়া জরুরি। আমার এটাই শেষ মরশুম। তাই ন্যায় অন্যায় সকলকে জানানো কর্তব্য বলে মনে করেছি।'
মনোজ-বিস্ফোরণে বোর্ড কি নড়েচড়ে বসবে?
আরও পড়ুন : Sourav Ganguly: বাড়ি থেকে চুরি গেল সৌরভের লক্ষাধিক টাকার মোবাইল ফোন, পুলিশে অভিযোগ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।