মুম্বই: রঞ্জি ট্রফির গ্রুপ সি-তে মুম্বইয়ের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে ম্যাচের শেষদিন ১৩৮ রানের ঝোড়ো ইনিংস খেললেন শ্রেয়াস আইয়ার। এই ইনিংসেই তিনি ৯টি ছক্কা মেরে কিংবদন্তী সচিন তেন্ডুলকরের রেকর্ড স্পর্শ করলেন। এতদিন মুম্বইয়ের ব্যাটসম্যানদের মধ্যে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড সচিনের ছিল। এবার শ্রেয়াসও সেই রেকর্ডের অধিকারী হলেন।
সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-২০ দলে সুযোগ পেয়েছেন শ্রেয়াস। বেশ কিছুদিন ধরেই তিনি ভাল পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। রঞ্জি ট্রফিতেও সেই পারফরম্যান্স অব্যাহত। এটা প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ১১-তম শতরান। ওপেনার অখিল হেরওয়াডকরের সঙ্গে ১৮৭ রানের পার্টনারশিপ গড়ে মুম্বইকে ৫ উইকেটে ৩৭১ রানে পৌঁছে দেয় শ্রেয়াস। তাঁর এই অসাধারণ ইনিংস সত্ত্বেও অবশ্য প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট পেয়েছে তামিলনাড়ু। প্রথম ইনিংসে মুম্বই করে ৩৭৪, তামিলনাড়ু ৪৫০। মুম্বই দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করার পরেই ম্যাচ শেষ হয়ে যায়। মুম্বই এক পয়েন্ট পেয়েছে।
রঞ্জি ট্রফিতে সচিনের রেকর্ড স্পর্শ করলেন শ্রেয়াস
Web Desk, ABP Ananda
Updated at:
28 Oct 2017 12:10 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -