মেলবোর্ন: গত বছরের একেবারে শেষদিকে মুক্তি পেয়েছিল ১৯৮৩ সালে কপিল দেবের (Kapil Dev) নেতৃত্বাধীন ভারতীয় দলের ঐতিহাসিক বিশ্বকাপ নিয়ে তৈরি চলচ্চিত্র ‘৮৩’। বক্স অফিসে বেশ ভালই ফল করেছিল রণবীর সিংহ (Ranveer Singh) অভিনীত এই চলচ্চিত্র। কপিল দেবের ভূমিকায় দেখা গিয়েছিল রণবীরকে।


এবার মেলবোর্নের ভারতীয় চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে ‘৮৩’। করোনার জেরে বিগত দুই বছর ধরে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বের অন্যতম বৃহত্তম ভারতীয় চলচ্চিত্র উৎসব। তবে এ বছরে করোনার প্রকোপ কিছুটা কমায় সশরীরেই হাজির থাকবেন সিনেমা জগতের সঙ্গে জড়িত বিশিষ্টজনেরা। তবে শুধু সেখানেই সীমাবদ্ধ নয়। এই অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফে ১৯৮৩ সালে বিশ্বকাপজয়ী কিংবদন্তি ভারতীয় অধিনায়ক কপিল দেবকে ‘গেস্ট অফ অনার’ হিসাবে আমন্ত্রিত করা হয়েছে।


আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত কপিল দেব


ডাক পেয়ে উচ্ছ্বসিত কপিল দেব অনুষ্ঠানে আসবেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মেলবোর্নে ভারতীয় চলচ্চিত্র উৎসবের অংশ হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। ভারতীয় চলচ্চিত্র উদযাপন করার এটি একটি দারুণ মঞ্চ। আমি মনে করি চলচ্চিত্র এবং ক্রিকেট, শুধু ভারত নয়, বরং বিশ্বের বহু দেশের বহু মানুষের কাছে বড় আকর্ষণ। দশকের পর দশক ধরে এই দুইটি জিনিস সকলকে একত্রিত করে চলেছে। এই দুইয়ের প্রতিই জনগণের ভালবাসার কোনও অন্ত নেই এবং এই দুই যখন একত্রিত হয়, তখন সকলের জন্য সেই অভিজ্ঞতাটাই আলাদা ধরনের হয়।’


দেখানো হবে ২৩টি ভাষার শতাধিক সিনেমা


‘৮৩’ সিনেমার সূত্র ধরেই কপিলকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানো হয়েছে। এ বারে মেলবোর্নে অনুষ্ঠিত এই চলচ্চিত্র উৎসবে ‘৮৩’ সমেত মোট ২৩ ভাষার শতাধিক চলচ্চিত্র দেখানো হবে, যা এর ব্যপ্তির পরিচয়বাহক। ১২ অগাস্ট থেকে শুরু হয়ে ১৪ অগাস্ট পর্যন্ত এই উৎসব অনুষ্ঠিত হবে। ১৪ অগাস্ট ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানপর্ব। ২০১৯ সালে শাহরুখ খান, কর্ণ জোহর, অর্জুন কপূরের মতো তারকাদের এই চলচ্চিত্র উৎসবে দেখা গিয়েছিল। এবার কপিল দেবের পাশাপাশি আর কোন তারকারা এই উৎসবে উপস্থিত থাকেন, এখন সেটাই দেখার।


আরও পড়ুন: 'বাজবল' নিয়ে এই প্রথম প্রতিক্রিয়া দিলেন ইংল্যান্ড কোচ ম্যাকালাম