সাদাম্পটন: 'বাজবল' (BazBall)। ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছে এই একটি শব্দ। এজবাস্টন টেস্টে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের (Ind vs Eng) দুরন্ত জয়ের পর সকলেই মজেছেন বাজবলে।


কী এই বাজবল? কেনই বা ব্যবহৃত হচ্ছে এই শব্দ?


এ নিয়ে অনেকগুলো তত্ত্ব উঠে আসছে। এজবাস্টন টেস্টের পর ‘বাজবল’ তত্ত্ব নিয়ে রাহুল দ্রাবিড়কেও (Rahul Dravid) প্রশ্ন করা হয়। তাতে ভারতীয় দলের হেড কোচ এমন উত্তর দেন যে, হাসিতে ফেটে পড়েন সাংবাদিকরা। এজবাস্টনে ভারতের হারের পর এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাজবল নিয়ে অনেক কথা হচ্ছে। কেউ কেউ বলছেন, এই দর্শনে ক্রিকেট পুরোপুরি পাল্টে যাবে। কোচ হিসেবে বাজবল নিয়ে আপনার কী মত?’ সেই প্রশ্নের জবাবে হেসে দ্রাবিড় বলেন, ‘ওটা কী বিষয়, ঠিক জানি না।’ তাতেই সাংবাদিকরা হেসে ফেলেন।


অনেকে বলছেন, বাজবল কথাটির অর্থ ভয়ডরহীন ক্রিকেট। যে সাহসী ক্রিকেটের কথা ভারতকে হারিয়ে উঠে বলেছেন বেন স্টোকসও। সঙ্গে হুঙ্কার দিয়েছেন, 'কোনও দল আমাদের চেয়ে ভাল হতে পারে, কিন্তু আমাদের চেয়ে সাহসী হবে না।'


কেউ কেউ আবার বলছেন, ইংল্যান্ডের নতুন কোচ ব্রেন্ডন ম্যাকালামের (Brendon McCullum) ডাকনাম বাজ আর তাঁর আগ্রাসী ক্রিকেটের দর্শনই বাজবল। এবার ‘বাজবল’ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ডের টেস্ট দলের কোচ ম্যাকালাম। তার কাছে এই বিষয়টি অবশ্য মজার নয়। 


ম্যাকালাম নিজে বলেছেন, ‘আমি বাজবল নিয়ে অনেক বক্তব্য দেখেছি।  আমার কাছে খেলার অর্থ হচ্ছে ক্রমাগত নিজের পারফরম্যান্সের উন্নতি করা এবং সেরাদের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স করা। নিউজিল্যান্ড ও ভারতও দারুণ দল।’ ব্রেন্ডন ম্যাকালাম আরও বলেছেন, ‘আমি নিশ্চিত ইংল্যান্ডের খেলোয়াড়রা এই মনোভাব বজায় রাখবে। যে কারণে লোকেরা আমাদের বাজবলের নাম দিচ্ছে তা আমি পছন্দ করি না। খেলোয়াড়রা তাদের পারফরম্যান্সের জন্য অনেক কঠোর পরিশ্রম করেছে এবং এর পিছনে অনেক গভীর চিন্তাভাবনা রয়েছে। তারা চাপটা সুন্দরভাবে সামলেছে।’


আরও পড়ুন: 'বাবাকে কোনওদিন এত স্নায়ুর চাপে ভুগতে দেখিনি', হার না মানা বন্ধু সৌরভের গল্প শোনালেন বৈশালি