নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের সফলতম কোচ রবি শাস্ত্রী। তাঁর সময়ে ভারতীয় দলে কোনও আইসিসি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেনি ঠিকই, তবে অস্ট্রেলিয়া সফরে পরপর দু’বার টেস্ট সিরিজ জেতা, ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতা, টানা পাঁচ বছর ধরে টেস্টে বিশ্বের এক নম্বর দল হওয়া কম বড় সাফল্য নয়।
শাস্ত্রীর সময়ে হতাশাজনক ফলও হয়েছে। ২০১৯-এর ওডিআই বিশ্বকাপ, ২০২১-এ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ২০২১-এ টি-২০ বিশ্বকাপে মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি ভারতীয় দল। ওডিআই বা টি-২০ বিশ্বকাপে হারের চেয়েও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারই কোচ হিসেবে শাস্ত্রীর কাছে সবচেয়ে বেশি হতাশাজনক। তিনি বলছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারই আমার কাছে সবচেয়ে হতাশার। কারণ, আমরা ওই ম্যাচে হারার মতো খেলিনি। আমাদের অন্তত ম্যাচটা ড্র করা উচিত ছিল। কারণ, আমরা পাঁচ বছর ধরে ভাল ক্রিকেট খেলেছি। পাঁচ বছর ধরে এক নম্বর থাকা রসিকতা নয়।’
করোনা আবহেই গত বছর ইংল্যান্ডে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়। এই ম্যাচের আগে ভারতীয় দলকে ইংল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টিনে থাকতে হয়। তার জন্য প্রস্তুতি ধাক্কা খেয়েছিল। তবে এসব অজুহাত দিতে নারাজ ভারতের প্রাক্তন কোচ। তাঁর বক্তব্য, ‘আপনারা যতই প্রস্তুতি, কোয়ারেন্টিন, ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতি, নিউজিল্যান্ডের আমাদের আগেই ইংল্যান্ডে পৌঁছে যাওয়া নিয়ে আলোচনা করুন না কেন, আমাদের কোনওভাবেই ম্যাচটা হারা উচিত হয়নি। ফলে সেটা আমার কাছে হতাশাজনক।’
সাদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় ভারতীয় দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের কোনও ব্যাটসম্যানই বড় রান পাননি। দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ১৭০ রানে অলআউট হয়ে যায়। ফলে কিউয়িরা সহজেই ম্যাচ জিতে নেয়। এই হার শাস্ত্রীকে এখনও তাড়িয়ে বেড়াচ্ছে। তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের হতাশা গোপন করছেন না। বুঝিয়ে দিয়েছেন, জাতীয় দলের কোচ হিসেবে ওটাই তাঁর সবচেয়ে হতাশার মুহূর্ত।