রাজকোট: টেস্টে নতুন মাইলস্টোন স্পর্শ করলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Aswin)। সাদা পোশাকের ফর্ম্য়াটে ৫০০ উইকেটের মালিক হলেন তারকা অফস্পিনার। ইংল্যান্ডের জ্যাক ক্রলিকে (Jack Crawly) আউট করার সঙ্গে সঙ্গেই এই নজির গড়েন তামিল স্পিনার। ৯৮ টেস্ট খেলে এই মাইলস্টোন স্পর্শ করেন অভিজ্ঞ ডানহাতি স্পিনার। বিশাখাপত্তনম টেস্টেও দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু সেখানে ৪৯৯ উইকেটে আটকে গিয়েছিলেন। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের প্রথম উইকেটটি তুলে নিয়েই নজির গড়ে ফেলেন।


ভারতীয় বোলারদের মধ্যে এর আগে অনিল কুম্বলে একমাত্র ৫০০ টেস্ট উইকেট নিতে পেরেছেন। তিনি যদিও ভারতের জার্সিতে সর্বাধিক ৬১৯ উইকেটের মালিক। তবে দ্রুততম ৫০০ উইকেট নেওয়ার নিরিখে অনিল কুম্বলে ১০৫ ম্য়াচ সময় নিয়েছিলেন। তাঁর থেকে কম সময়ে ৫০০ উইকেট নিলেন অশ্বিন। তবে সবচেয়ে দ্রুততম ৫০০ উইেটের মালিক হয়েছিলেন মুত্থাইয়া মুরলিথরণ। তিনি মোট ৮৭ম্য়াচ সময় নিয়েছিলেন এই মাইলস্টোন স্পর্শ করতে। শেন ওয়ার্ন ১০৮ ম্য়াচ খেলেছিলেন এই কতিত্বের অধিকারী হতে। অন্যদিকে গ্লেন ম্য়াকগ্রা সময় নিয়েছিলেন ১১০ ম্য়াচ। 


 



টেস্টে পাঁচশো বা তার বেশি উইকেটের মালিক যাঁরা তাঁরা হলেন, মুরলথরণ (৮০০), শেন ওয়ার্ন (৭০৮), জেমন অ্য়ান্ডারসন (৬৯০), অনিল কুম্বলে (৬১৯)। ব্রড ৬০৪ উইকেট নিয়েছিলেন। ম্য়াকগ্রা ৫৬৩ উইকেট নিয়েছিলেন। এছাড়া কোর্টনি ওয়ালস ৫১৯ ও নাথান লিঁয় ৫১৭ উইকেটের মালিক। উল্লেখ্য, চলতি সিরিজ শুরুর সময় হায়দরাাদ টেস্টে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন অশ্বিন। দ্বিতীয় ইনিংসেও তাঁর ঝুলিতে ছিল ৩ উইকেট। বিশাখাপত্তনম টেস্টে প্রথম ইনিংসে কোনও উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট তুলে নেন। 


উল্লেখ্য, এই টেস্টে প্রথমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৪৫ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারতীয় দল। শতরান হাঁকান অধিনায়ক রোোহিত ও জাডেজা। রোহিত ১৩১ রানের ইনিংস খেলেন। অন্যদিকে জাডেজা ১১২ রান করে আউট হন। সরফরাজ খান অর্ধশতরানের ইনিংস খেলেন। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২০৭ রান বোোর্ডে তুলে নিয়েছে।