কলকাতা: চলতি আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না রবীন্দ্র জাদেজা। তবে তাতে তাঁকে ঘিরে যে আলোচনার খামতি ছিল, এমনটা কিন্তু নয়। কয়েকদিন আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে মিড অফে পরপর দুটি ক্যাচ ফস্কেছিলেন জাদেজা। তাঁর এই সুযোগ হাতছাড়া করার খেসারত দিতে হল চেন্নাই সুপার কিংসকে। 'জীবন' দান পেয়ে নাইট রাইডার্সের সুনীল নারাইন ঝোড়ো ৩২ রানের ইনিংস খেলে গেলেন। তবে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে বল হাতে দারুণ সফল হলেন জাদেজা। প্রথম বলেই তুলে নেন বিপক্ষের অধিনায়ক বিরাট কোহলিকে। তবে কোহলিকে আউট করার পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল না জাদেজাকে।
আউট হওযার পর জাদেজার দিকে একবার তাকিয়েছিলেন কোহলি। উইকেট পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতে অভ্যস্ত জাদেজাকে কোহলিকে আউট করেও উল্লাস করতে দেখা গেল না। আর তা নিয়ে ট্যুইটারে কটাক্ষের মুখে পড়েন জাদেজা। বিভিন্ন ধরনের রসিকতায় ট্যুইটার ইউজারকে মজা করেছেন জাদেজাকে নিয়ে।
ওই ঘটনা নিয়ে জিজ্ঞাসা করা হলে জাদেজা বলেছেন, ইনিংসে ওটা আমার প্রথম বল এবং উচ্ছ্বাস প্রকাশ করতে প্রস্তুত ছিলাম না। বিরাটের উইকেট সবসময়ই খুব বড় এবং ভাবছিলাম যে , খুব একটা ভালো উইকেট পেয়েছি।
জাদেজা তাঁর চার ওভারের স্পেলে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।