দেখুন: উইকেটের পিছনে ক্ষিপ্র ধোনি, আউট ডিভিলিয়ার্স
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 May 2018 08:18 AM (IST)
কলকাতা: এবারের আইপিএলের ৩৫ তম ম্যাচে চেন্নাই সুপারকিংস বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সকে হারিয়ে দিয়েছে।এই ম্যাচে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ফের নজর কেড়েছেন। উইকেটরক্ষত হিসেবে ধোনি যেভাবে বেঙ্গালুরুর এ বি ডিভিলিয়ার্সকে স্ট্যাম্পিং করেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। বল হাতে আসার পর এতটাই বিদ্যুত্গতিতে মাহি স্ট্যাম্প ভেঙেছেন যে ডিভিলিয়ার্স ক্রিজে ফিরে আসার ভগ্নাংশ পরিমাণ সময়ও পাননি। এক ম্যাচ বাদে দলে ফিরে এবি একরানের বেশি করতে পারেননি। সিএসকে-র বিরুদ্ধে আরসিবি-র কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। শুধুমাত্র ওপেনার পার্থিব পটেল ও শেষের দিকে টিম সাউদি ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান রান করতে পারেননি।