নয়াদিল্লি: হবু জামাই রবীন্দ্র জাডেজাকে দামি অডি উপহার দিলেন তাঁর শ্বশুর মশাই।


টি-২০ বিশ্বকাপের পর আপাতত কিছুদিন বিশ্রামেই রয়েছেন ভারতীয় অল রাউন্ডার। এই ফাঁকে জীবনের এক নয়া ইনিংস শুরু করতে চলেছেন জাডেজা। আগামী ১৭ এপ্রিল তাঁর বিয়ে। পাত্রী রিভা সোলাঙ্কি। বিয়ের আগেই জামাইকে ৯০ লক্ষ টাকার এই অডি কিউ৭ গাড়িটি উপহার দেন শ্বশুর মশাই।