মুম্বই: প্রথম টেস্টে খেলার সময় চোট পেয়েছিলেন হ্যামস্ট্রিংয়ে। ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা। যার জন্য দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এবার সূত্রের খবর সিরিজের বাকি ম্যাচগুলোতেও হয়ত পাওয়া যাবে না তারকা এই অলরাউন্ডারকে। উল্লেখ্য, প্রথম টেস্টে ব্যাট হাতে ভারতের প্রথম ইনিংসের সর্বাধিক ৮৭ রান ছিল জাডেজার। দ্বিতীয় ইনিংসে যদিও ২ রানে আউট হয়ে যান৷ দুই ইনিংস মিলিয়ে আগের ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন। 


শুধু জাডেজাই নন, মহম্মদ শামিকেও বাকি ম্যাচগুলোতে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গোড়ালির চোটে ভুগছেন তারকা ডানহাতি পেসার। বিশ্বকাপ ফাইনালের পর আর মাঠে নামতে দেখা যায়নি শামিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করেছিল নির্বাচকরা, তাতেও শামি ছিলেন না। এখনও পর্যন্ত বাকি ৩ টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়নি। তবে এই দুই তারকা প্লেয়ারকে হয়ত দলে দেখা যাবে না। 


এদিকে, আগামী ৩ ফেব্রুয়ারি, শনিবার সিএবি-র (CAB) প্রতিষ্ঠা দিবস। প্রত্যেক বছরের মতো এবারও বিশেষ এই দিনে রক্তদান শিবিরের আয়োজন করছে বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা সিএবি। সেখানে এবার রক্তদাতাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ। জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির সই সম্বলিত সার্টিফিকেট।


তবে ক্রিকেটপ্রেমীরা যে প্রশ্নের উত্তর পেতে মুখিয়ে রয়েছেন, সেটি হল, মাঠে কবে ফিরবেন মহম্মদ শামি? ফের কবে বল হাতে দেখা যাবে তাঁর ভেল্কি?


ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে শামি। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। যে খবর প্রথম জানিয়েছিল এবিপি আনন্দ। তারপর থেকেই চিকিৎসা চলছে ডানহাতি পেসারের। এখনও ফিট হননি তিনি।


২০২৩ সালে ভারতের মাটিতে আয়োজিত ওয়ান ডে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন শামি। নভেম্বর মাস থেকে তিনি মাঠের বাইরে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে টেস্ট সিরিজে দলে ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু সম্পূর্ণ ফিট হননি তিনি। সেই টুর্নামেন্টে মোট ২৪ উইকেট নিয়েছিলেন শামি। তার থেকেও বড় কথা দুটো ম্যাচে পাঁচটি করে উইকেট নিয়েছিলেন তিনি। 


উল্লেখ্য, আজ থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট। সিরিজে এই মুহূর্তে ১-০ তে পিছিয়ে ভারত। প্রথম ম্যাচে ২৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল বেন স্টোকসের দল। দুরন্ত ১৯৬ রান করেছিলেন ওলি পোপ।