রিয়াধ: ম্যাচের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর এটিকে লিওনেল মেসি (Lionel Messi)  বনাম রোনাল্ডোর (Cristiano Ronaldo) শেষ দ্বৈরথ হিসাবে চিহ্নিত করা হচ্ছিল। তবে রিয়াধ সিজ়ন কাপে (Riyadh Season Cup 2024) আল নাসর (Al Nassr) বনাম ইন্টার মায়ামির (Inter Miami) ম্যাচে না খেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, না তেমনভাবে দেখা পাওয়া গেল লিওনেল মেসির। একপেশে এক ম্যাচে মেসির ইন্টার মায়ামিকে হাফ ডজন গোল দিয়ে দুরন্ত জয় পেল রোনাল্ডোহীন আল নাসর।


রোনাল্ডো যে এই ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না, তা ম্য়াচের আগেই আল নাসর কোচ লুইস ক্য়াস্ট্রো জানিয়ে দিয়েছিলেন। রোনাল্ডোর পেশিতে চোট রয়েছে। তিনি এখনও সম্পূর্ণভাবে ফিট না হওয়ায় এই ম্যাচে খেলতে পারেননি। অপরদিকে, মেসি ফিট হলেও, তিনি বেঞ্চে বসেই ম্য়াচের শুরুটা করেন। ম্যাচের শেষের মাত্র ১০ মিনিট মেসিকে মাঠে খেলতে দেখা যায় সেই ১০ মিনিটেও তিনি একেবারেই আহামরি কিছু করতে পারেননি। বরং দুই মহাতারকার মহাদ্বৈরথের আবহে ম্যাচের সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা (Anderson Talisca)।


ম্যাচের চতুর্থ মিনিটের মাথাতেই পর্তুগিজ ওটাভিও ইন্টার মায়ামির জালে বল জড়িয়ে দিয়ে সৌদির ক্লাবকে এগিয়ে দেন। তার সাত মিনিট পরেই তালিস্কা আল নাসরের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ১২ মিনিটে আয়েমরিক লাপোর্ত তৃতীয়বার ইন্টারের জালে বল জড়িয়ে দেওয়ার পরই মার্কিন মুলুকের ক্লাবটি অশনি সঙ্কেত দেখতে পায়। প্রথমার্ধ আর কোনও গোল অবশ্য হয়নি। প্রথমার্ধে দুই দলই গোল লক্ষ্য করে আটটি শট নিলেও, ইন্টারের মাত্র দুইটি শট তেকাঠির মধ্যে ছিল। সেখানে আল নাসর তাদের ছয়টি শট গোলের মধ্য়ে রাখে।


দ্বিতীয়ার্ধেও ছবিটা খুব একটা বদলায়নি। দ্বিতীয়ার্ধ শুরুর মিনিট পাঁচেক পরেই পেনাল্টি থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি পান তালিস্কা। মহম্মদ মারান ৬৮ মিনিটে আল নাসরের হয়ে স্কোর ৫-০ করেন। ৭৩ মিনিটে ম্যাচের শেষ গোলটি আসে সেই তালিস্কার পা থেকেই। হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান। ম্যাচে না খেললেও দলের দুরন্ত পারফরম্যান্স গ্যালারিতে বসেই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন রোনাল্ডো। 



এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আল হিলালের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। সেই ম্য়াচে 'এলএম১০' গোল পেলেও শেষমেশ ৪-৩ স্কোরলাইনে পরাজিত হয়েছিল ইন্টার মায়ামি। ফলে এই টুর্নামেন্ট থেকে মেসিরা ছিটকে গেলেন। পরের সপ্তাহে আল হিলাল বনাম আল নাসর ম্যাচ দিয়ে প্রতিযোগিতার চ্য়াম্পিয়ন নির্ধারিত হবে।  




আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে



আরও পড়ুন: মেসির বিরুদ্ধে ম্যাচে মাঠে নামতে পারবেন না রোনাল্ডো, নিশ্চিত করলেন আল নাসর কোচ