সৌরাষ্ট্র: ভারতীয় ক্রিকেটে ফের পরিবার দ্বন্দ্ব? মহম্মদ শামির পর এবার কি রবীন্দ্র জাডেজা? নিজের বাবার সঙ্গে নাকি সম্পর্ক একদমই ভাল নয় জাডেজার। এমনই দাবি তুলেছেন স্বয়ং তারকা অলরাউন্ডারের বাবা। এমনকী এই পরিস্থিতির জন্য জাডেজার স্ত্রী রিভাবা জাডেজার দিকেও আঙুল তুলছেন তিনি। জাডেজার বাবা অনিরুদ্ধ সিং জানিয়েছেন জাডেজার সঙ্গে এবং রিভাবার সঙ্গে কোনও সম্পর্ক নেই তাঁর। জামনগরে একাই থাকেন তিনি। ছেলে কোনও খোঁজখবর নেয় না। 


এক সাক্ষাৎকারে জাডেজার বাবা বলেন, ''সত্যি বলতে গেলে আমার সঙ্গে রবীন্দ্র ও স্ত্রী রিভাবার কোনও সম্পর্ক নেই। আমরা ওদের ডাকি না, ওরাও আমাদের ডাকে না। ওদের বিয়ের দু-তিন মাস পর থেকেই আমাদের ঝামেলা শুরু হয়েছিল। রবীন্দ্র জামনগরেই থাকে। ও নিজের একটা বাংলো বানিয়েছে এবং সেখানেই আলাদা থাকে। আমি ওর সঙ্গে দেখা করতেও যাই না। জানি না ওর স্ত্রী ওর উপর কী জাদু করেছে।''


একটা সময় হারভাঙা খাটুনি খেটে ছেলেকে প্রতিষ্ঠিত ক্রিকেটার তৈরি করার জন্য সবরকম চেষ্টা করেছিলেন। আক্ষেপের সুর অনিরুদ্ধর গলায়। তিনি বলছেন, ''ও আমার ছেলে, এটাই যেন আমাকে এখন কষ্ট দেয়। আমি ভাবি যদি রিভাবার সঙ্গে ওর বিয়ে না দিতাম, ভালো হত। আবার মনে হয় যদি ওকে ক্রিকেটার না বানাতাম, তা হলে ভালো হত। হয়তো এমন দিনটা দেখতে হত না।''


এদিকে বাবার অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন জাডেজা নিজে। মুখে কিছু না বললেও নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তারকা বাঁহাতি অলরাউন্ডার। তিনি লিখেছেন, ''হালমা দিব্য ভাস্করনের অযৌক্তিক সাক্ষাৎকারে যা বলা হয়েছে তা অর্থহীন এবং অসত্য। সেখানে এক পক্ষর কথা তুলে ধরা হয়েছে। যা আমি অস্বীকার করছি। আমার স্ত্রীর ভাবমূর্তি ক্ষুন্ন করার যে অপচেষ্টা করা হচ্ছে তা নিন্দনীয়। আমারও অনেক কিছু বলার আছে যা আমি প্রকাশ্যে না বললেই ভালো হয়।'' উল্লেখ্য, জাডেজার স্ত্রী রিভাবা বিজেপি বিধায়ক।






এদিকে, ইংল্য়ান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টের জন্য দল ঘোষণা করা হল না শুক্রবারও। এক বিসিসিআই আধিকারিকের দাবি অনুযায়ী কোহলি বাকি টেস্টগুলিতে খেলবেন কি না, সেই নিয়ে এখনও বোর্ডের সঙ্গে কোনওরকম কথা বলেননি। তবে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে যে বাকি সিরিজ়েও খেলতে দেখা যাবে না, তা একপ্রকার প্রায় নিশ্চিত। শোনা যাচ্ছে দল নির্বাচনে এই দেরিটা আসলে কোহলির জন্য নয়, বরং যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), কেএল রাহুল, রবীন্দ্র জাডেজার কথা মাথায় রেখে করা হচ্ছে।