নয়াদিল্লি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন কোচ হলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার সাইমন কাটিচ। একই সঙ্গে ডিরেক্টর অব ক্রিকেট পদে আরসিবি আনল প্রাক্তন কিউই কোচ মাইক হেসনকে। যার ফলে চাকরি গেল বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন ও আরসিবি-র বোলিং কোচ আশিষ নেহরার। বেঙ্গালুরুর এই আইপিএল ফ্রেঞ্চাইজির তরফে বলা হয়েছে, তারা এক কোচ স্ট্র্যাটেজিতে ফিরে যাচ্ছে। সেক্ষেত্রে দলের পারফর্ম্যান্সের যাবতীয় উন্নতির জন্য কাজ করবেন কাটিচ। আর হেসন করবেন পরিকল্পনা।
ম্যাচে কী ধরনের রণকৌশল হবে, কেমন পরিকল্পনা তৈরি করতে হবে এই সমস্ত বিষয়ের দায়িত্ব নেবেন কেন উইলিয়ামসনদের প্রাক্তন কোচ। আরসিবি চেয়ারম্যান সঞ্জীব চুরিওয়ালা জানিয়েছেন, “গ্যারি কার্স্টেন এবং আশিষ নেহরা বিগত দু বছর দলের জন্য যে ভূমিকা পালন করেছে, তার জন্য তাঁদের ধন্যবাদ। তাঁরা আমাদের ইয়ংস্টারদের মধ্যে আত্মবিশ্বাস এনে দিয়েছে। দলের প্রত্যেকে তাঁদের জন্য শুভেচ্ছা জানিয়েছে।”
হেসন ও কাটিচের অন্তর্ভূক্তিকরণ নিয়ে তাঁর বক্তব্য, “আমাদের লক্ষ্যপূরণের জন্য মাইক হেসন এবং সাইমন কাটিচকে নিয়োগ করতে পেরে আমরা খুশি। আমাদের বিশ্বাস হেসন তাঁর অভিজ্ঞতা দিয়ে আমাদের দল গড়তে সাহায্য করবেন এবং সাইমনের ক্রিকেট অভিজ্ঞতা আমাদের জয়ের অভ্যাস তৈরি করবে।”
প্রসঙ্গত, বিগত এক দশকে একাধিক হাইপ্রোফাইল কোচ নিয়ে এসেও কাপ জয়ের স্বপ্নপূরণে ব্যর্থ হয়েছে আরসিবি। অতীতে ড্যানিয়েল ভেত্তোরি পারেননি। বিফল হয়েছেন কার্স্টেন। এবার তাই ভরসা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সফল কোচ মাইক হেসন। উল্লেখ্য, এই কিউই কোচ ভারতের কোচ হওয়ার জন্যও আবেদন করেছিলেন। তবে রবি শাস্ত্রীকেই পুনর্বার সুযোগ দেওয়ার কারণে জাতীয় দলের কোচ হওয়া হয়নি তাঁর। এবার তিনি বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে জুটি বাঁধবেন বিরাট কোহলির সঙ্গে।