বেঙ্গালুরু: গত কয়েক মরসুমে দলের খারাপ পারফরম্যান্সের জন্য ড্যানিয়েল ভেত্তোরিকে ছেঁটে ফেলে গ্যারি কার্স্টেনকে প্রধান কোচ ও মেন্টর হিসেবে নিয়োগ করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। নিউজিল্যান্ডের প্রাক্তন স্পিনার ভেত্তোরি গত আট মরসুম আরসিবি-র সঙ্গে যুক্ত ছিলেন। তবে এবার তাঁকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন আরসিবি দলের চেয়ারম্যান সঞ্জীব চুড়িওয়ালা। তাঁর আশা, দলকে সাফল্য এনে দিতে পারবেন কার্স্টেন।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন বাঁ হাতি ওপেনার কার্স্টেন ২০০৮ সালে ভারতীয় দলের কোচ হন। ২০১১ সালের বিশ্বকাপের পর তিনি সরে যান। এরপর দু’বছর দক্ষিণ আফ্রিকার কোচের পদে থাকেন তিনি। এ বছরের আইপিএল-এ বিরাট কোহলিদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করার পর এবার প্রধান কোচ হয়ে গেলেন কার্স্টেন।