RCB vs DC, IPL 2023 Live: বিশাক-সিরাজদের দাপট, দিল্লি আটকে গেল ১৫১/৯ স্কোরে, আরসিবি জয়ী ২৩ রানে

IPL 2023, Match 20, RCB vs DC: আইপিএলে টানা পাঁচ ম্যাচে হার দিল্লির।

ABP Ananda Last Updated: 15 Apr 2023 07:11 PM
RCB vs DC Live Updates: ২৩ রানে ম্যাচ জিতল আরসিবি

২০ ওভারে ১৫১/৯ স্কোরে আটকে গেল দিল্লি ক্যাপিটালস। ২৩ রানে ম্যাচ জিতল আরসিবি। টানা ৫ ম্যাচে হার দিল্লির।

RCB vs DC Score Update: ১৩ ওভারের শেষে দিল্লির স্কোর ৮২/৬

হর্ষল পটেলের বলে ক্যাচ দিয়ে ফিরলেন অভিষেক পোড়েল (৫)। বি বৈশাকের বলে ফিরলেন অক্ষর পটেল (২১)। ১৩ ওভারের শেষে দিল্লির স্কোর ৮২/৬।

RCB vs DC Live Score: ৬ ওভারে দিল্লির স্কোর ৩২/৪

মহম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ যশ ধুল (১)। আউট ডেভিড ওয়ার্নারও। ৬ ওভারে দিল্লির স্কোর ৩২/৪। 

RCB vs DC Live: ২ ওভারের শেষে দিল্লির স্কোর ২/২

শুরুতেই ধাক্কা দিল্লি শিবিরে। রান আউট হয়ে গেলেন পৃথ্বী শ। কোনও রান না করে। পরের ওভারে মিচেল মার্শকে তুলে নিলেন ওয়েন পার্নেল। ২ ওভারের শেষে দিল্লির স্কোর ২/২।

RCB vs DC Live: ১৭৪/৬ স্কোর তুলল আরসিবি

প্রথমে ব্যাট করে ১৭৪/৬ স্কোর তুলল আরসিবি। ২টি করে উইকেট কুলদীপ যাদব ও মিচেল মার্শের। ললিত যাদব ও অক্ষর পটেল একটি করে উইকেট তুললেন।

RCB vs DC Live: এক ওভারে দুই উইকেট তুললেন কুলদীপ

এক ওভারে দুই উইকেট তুললেন কুলদীপ যাদব। ১৫ ওভারের শেষে আরসিবি ১৩৪/৬।

RCB vs DC Live Score: ৫০ রানের গণ্ডি পার

৭ ওভারেই ৫০ ওভারের গণ্ডি পার করল আরসিবি। ৭ ওভার শেষে আরসিবির স্কোর ৫৪/১। বর্তমানে বিরাট কোহলি ২৭ ও মহিপাল লোমরোর ৪ রানে ব্যাট করছে ।

IPL Match Live: ৪ ওভারের শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৩৩

৪ ওভারের শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৩৩। ক্রিজে বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি।

RCB vs DC Live Score: এগিয়ে আরসিবি

মুখোমুখি লড়াইয়ে দিল্লির বিরুদ্ধে এগিয়ে আরসিবি। দিল্লির বিরুদ্ধে ১৮টি ম্যাচ জিতেছে আরসিবি, একটি ড্র করেছে। অপরদিকে, ১০ ম্যাচে জয় পেয়েছে দিল্লি। 

RCB vs DC Live: টস জিতল দিল্লি

আরসিবির বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিংয়ে সিদ্ধান্ত নিলেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দিল্লির দলে ফিরলেন মিচেল মার্শ। আরসিবির হয়ে বিশাখ বিজয়কুমার।

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: মাঠে নামছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নাররা। আজ দিনের প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে মাঠে নামছে। অর্থাৎ আইপিএলের দুই সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহক ডেভিড ওয়ার্নার ও বিরাট কোহলিকে আজ একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যাবে।


ওয়ার্নার আপাতত এ মরসুমে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হলেও, তাঁর স্ট্রাইক রেট নিয়ে উঠেছে প্রশ্ন। তাঁর দল দিল্লি ক্যাপিটালসও চার ম্যাচের একটিও জিততে পারেনি। অপরদিকে, কোহলিও কিন্তু টুর্নামেন্টের শুরুটা ভালই করেছেন, ভাল ফর্মে রয়েছেন আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসিও। তবে তাঁর দলও গত দুই ম্যাচে পরাজিত হয়েছে। তাই দুই দলের কাছেই এই ম্যাচ জিতে দুই পয়েন্ট ঘরে তোলাটা ভীষণই জরুরি।


তবে এর মাঝেই আরসিবির শক্তি বাড়িয়ে শিবিরে যোগ দিয়েছে জস হ্যাজেলউড। গত ডিসেম্বরে পেশিতে চোট পেয়েছিলেন জস হ্যাজেলউড। জানুয়ারি মাসের পর থেকে আর কোনও ধরনের ক্রিকেটই খেলেননি তিনি। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফিরে গিয়েছিলেন তিনি। তবে অবশেষে আরসিবি শিবিরে যোগ দিলেন অজি তারকা। শুক্রবার, ১৪ এপ্রিলই আরিসিবি শিবিরে যোগ দেন হ্যাজেলউড। ফ্র্যাঞ্চাইজির তরফে তাঁর আগমনের ছবিও পোস্ট করা হয়। অবশ্য ভারতে চলে আসলেও, এখনই সম্ভবত তিনি মাঠে নামতে পারবেন। সম্পূর্ণ ফিট হতে তাঁর আরেকটু সময় লাগবে বলেই খবর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.