RCB vs DC, IPL 2023 Live: বিশাক-সিরাজদের দাপট, দিল্লি আটকে গেল ১৫১/৯ স্কোরে, আরসিবি জয়ী ২৩ রানে

IPL 2023, Match 20, RCB vs DC: আইপিএলে টানা পাঁচ ম্যাচে হার দিল্লির।

ABP Ananda Last Updated: 15 Apr 2023 07:11 PM

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: মাঠে নামছেন বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নাররা। আজ দিনের প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে মাঠে নামছে। অর্থাৎ আইপিএলের দুই সর্বকালের সর্বোচ্চ...More

RCB vs DC Live Updates: ২৩ রানে ম্যাচ জিতল আরসিবি

২০ ওভারে ১৫১/৯ স্কোরে আটকে গেল দিল্লি ক্যাপিটালস। ২৩ রানে ম্যাচ জিতল আরসিবি। টানা ৫ ম্যাচে হার দিল্লির।