RCB vs GT, IPL 2023 Live: গিলের ম্যাচ জেতানো সেঞ্চুরি, আইপিএল থেকে বিদায় আরসিবির

IPL 2023, Match 70, RCB vs GT: একমাত্র দল হিসাবে গত তিন মরসুমেই আইপিএলের প্লে-অফে পৌঁছতে সক্ষম হয়েছে আরসিবি। নিজেদের সেই ধারা অব্যাহত রাখার জন্য আরসিবিকে আজকের ম্যাচ জিততে হবে।

ABP Ananda Last Updated: 22 May 2023 12:15 AM
RCB vs GT Live Score: ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ, ম্যাচও জেতালেন গিল

ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ। ম্যাচও জেতালেন শুভমন গিল।

RCB vs GT Match Live: আউট শঙ্কর

৩৫ বলে ৫৩ রান করে আউট হলেন বিজয় শঙ্কর।

RCB vs GT Live Score: গিলের অর্ধশতরান

অর্ধশতরান হাঁকালেন শুভমন গিল। চলতি আইপিএলে এই নিয়ে পঞ্চমবার। 

RCB vs GT Match Live: আউট ঋদ্ধিমান

রান তাড়া করতে নেমে প্রথম উইকেটের পতন গুজরাত টাইটান্সের। ১২ রানে ফিরলেন ঋদ্ধিমান সাহা।

RCB vs GT Live Score: গুজরাতের সামনে লক্ষ্যমাত্রা ১৯৮

১৯৭ রানে শেষ হল আরসিবির ইনিংস। 

RCB vs GT Match Live: সেঞ্চুরি কোহলির

আইপিএলের ইতিহাসে সর্বাধিক সপ্তমবার সেঞ্চুরি বিরাট কোহলির। 

RCB vs GT Live Score: আউট ব্রেসওয়েল

আরসিবির চতুর্থ উইকেটের পতন। শামির বলে তাঁরই হাত ক্যাচ দিয়ে ফিরলেন মাইকেল ব্রেসওয়েল।

RCB vs GT Match Live: হাফ সেঞ্চুরি কোহলির

চলতি আইপিএলে নিজের সপ্তম অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি।

RCB vs GT Live Score: আরসিবির তৃতীয় উইকেটের পতন

দুর্দান্ত স্ট্যাম্পিং ঋদ্ধিমান সাহার। আরসিবির তৃতীয় উইকেটের পতন।

RCB vs GT Match Live: আউট ম্যাক্সওয়েল

রশিদ খানের বলে বোল্ড ম্য়াক্সওয়েল।

RCB vs GT Live Score: আউট ডু প্লেসি

আরসিবির প্রথম উইকেটের পতন। নুর আহমেদের বলে ফিরলেন ডু প্লেসি।

RCB vs GT Match Live: ৬ ওভারে আরসিবির স্কোর ৬২/০

পাওয়ার প্লে শেষ। ৬ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে বোর্ডে ৬২ রান তুলে ফেলল আরসিবি।

RCB vs GT Live Score: ঝড় শুরু ফাফের ব্যাটে

ব্য়াট করতে নেমেই ঝড় ফাফের ব্যাটে। শামিকে এক ওভারে নিলেন ১৬ রান।

RCB vs GT Live: আরসিবির প্রথমে ব্যাটিং

টসের আগেই বৃষ্টি তাল কাটল। টস জিতলেন হার্দিক, প্রথমে ব্য়াটিং বিরাটদের।

প্রেক্ষাপট

ইতিমধ্যেই তিন দল চলতি আইপিএলের (IPL 2023) প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। তবে শেষ স্থানটি দখলের জন্য এখনও লড়াইয়ে রয়েছে তিন দল। প্লে-অফে চতুর্থ দল হিসাবে কে পৌঁছবে, তা গ্রুপ পর্বের একেবারে শেষ ম্যাচে নির্ধারিত হবে। আর এই ম্যাচেই টেবিল টপার তথা গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের (Gujarat Titans) মুখোমুখি হতে চলেছে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)।


একমাত্র দল হিসাবে গত তিন মরসুমেই আইপিএলের প্লে-অফে পৌঁছতে সক্ষম হয়েছে আরসিবি। নিজেদের সেই ধারা অব্যাহত রাখার জন্য আরসিবিকে আজকের ম্যাচ জিততে হবে। যদিও মুম্বই ইন্ডিয়ান্স প্রথমে মাঠে নামবে। তাই আরসিবি ঠিক কোন অঙ্কে প্লে-অফে পৌঁছতে পারে, তা তারা আগেভাগেই জানতে পারবে। পরাজিত হয়েও কিন্তু কোহলিরা প্লে-অফে পৌঁছে যেতে পারেন। আরসিবির হয়ে দলের দুই ওপেনার ফাফ ও কোহলি, দুইজনেই বিধ্বংসী ফর্মে রয়েছেন। ফাফ টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক, অপরদিকে, বিরাট গত ম্যাচেই শতরান হাঁকিয়েছেন। তাই তাঁদের দিকে এই ম্যাচে নজর থাকবে।


নজর থাকবে গুজরাতের বোলিংয়ের দিকেও। একদিকে যেখানে আরসিবি ব্যাটাররা ফর্মে রয়েছেন, সেখানে গুজরাতের বোলাররা এ বারের আইপিএল মাতিয়েছেন। টুর্নামেন্টের দুই সর্বোচ্চ উইকেটসংগ্রাহক (২৩ উইকেট) মহম্মদ শামি এবং রশিদ খান, উভয়েই গুজরাতের খেলোয়াড়। একদা আইপিএলের পার্পল ক্যাপজয়ী মোহিত শর্মা কিছুটা পরে সুযোগ পেলেও, বল হাতে আগুন ঝরাচ্ছেন তিনিও। ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ফেলেছেন তিনি। তাই ম্যাচে লড়াইট মূলত আরসিবি ব্যাটিং বনাম গুজরাত বোলিংয়ের হবে।


গুজরাত কিন্তু ইতিমধ্যেই লিগ তালিকার শীর্ষে থাকা নিশ্চিত করে ফেলেছে। তাই তাঁদের জন্য এই ম্যাচটা নিয়মরক্ষারই বটে। তাই এ ম্যাচে গুজরাত ম্যানেজমেন্ট কিছু তারকাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় কি না, সেটার দিকে নজর থাকবে। প্রসঙ্গত, গুজরাতের তারকা বোলার জশুয়া লিটল দিনকয়েক আগে আয়ারল্যান্ডের হয়ে ওয়ান ডে সিরিজ খেলার লক্ষ্যে গুজরাত শিবির ছেড়েছিলেন। তিনি অবশ্য ১৬ মে গুজরাত শিবিরে আবারও যোগ দিয়েছেন। আরসিবির রেকর্ড কিন্তু ঘরের মাঠে এ মরসুমে খুব আহামরি নয়। তাঁরা তিনটি ম্যাচ জিতলেও, সমসংখ্যক ম্যাচে হেরেছে। তাই মাসখানেক পরে ঘরের মাঠে খেলতে নামা বিরাটদের পারফরম্যান্সের দিকে বেশি নজর ছিল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.