RCB vs GT, IPL 2023 Live: গিলের ম্যাচ জেতানো সেঞ্চুরি, আইপিএল থেকে বিদায় আরসিবির

IPL 2023, Match 70, RCB vs GT: একমাত্র দল হিসাবে গত তিন মরসুমেই আইপিএলের প্লে-অফে পৌঁছতে সক্ষম হয়েছে আরসিবি। নিজেদের সেই ধারা অব্যাহত রাখার জন্য আরসিবিকে আজকের ম্যাচ জিততে হবে।

ABP Ananda Last Updated: 22 May 2023 12:15 AM

প্রেক্ষাপট

ইতিমধ্যেই তিন দল চলতি আইপিএলের (IPL 2023) প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। তবে শেষ স্থানটি দখলের জন্য এখনও লড়াইয়ে রয়েছে তিন দল। প্লে-অফে চতুর্থ দল হিসাবে কে পৌঁছবে, তা...More

RCB vs GT Live Score: ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ, ম্যাচও জেতালেন গিল

ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ। ম্যাচও জেতালেন শুভমন গিল।