IPL Final Score, KXIP vs RCB: ১০৯ অলআউট ব্যাঙ্গালোর, ৯৭ রানে জয় পঞ্জাবের

আজ দুবাইয়ে দ্বিতীয় ম্যাচ খেলছে দু’দল।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Sep 2020 11:17 PM
পঞ্জাবের হয়ে রবি বিষ্ণোই ও মুরুগান অশ্বিন তিনটি করে উইকেট নেন। জোড়া উইকেট নেন কট্রেল। একটি করে উইকেট নেন শামি ও ম্যাক্সওয়েল।
দেবদত্ত, বিরাট, চাহল ও স্টেইন ১ রান করেন। স্টেইন অবশ্য অপরাজিত থাকেন। কোনও রান করতে পারেননি ফিলিপ্পে ও উমেশ। ৬ রান করেন নবদীপ।
আরসিবি-র মাত্র চার ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেছেন। সর্বোচ্চ ৩০ রান সুন্দরের। ডিভিলিয়ার্স করেছেন ২৮ রান। ফিঞ্চ করেছেন ২০ রান এবং শিবম করেন ১২ রান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৯৭ রানে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেল কিংস ইলেভেন পঞ্জাব।
৬ রান করে মুরুগান অশ্বিনের বলে বোল্ড হয়ে গেলেন নবদীপ সাইনি। ১০৬ রানে ৯ উইকেট হারাল আরসিবি।
2nd Innings, Royal Challengers Bangalore: ১৬ ওভারের শেষে আরসিবি-র স্কোর ১০২/৮। নবদীপ ২, স্টেইন ০।
আরসিবি-র ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কিছুটা ব্যতিক্রমী ছিলেন ওয়াশিংটন সুন্দর। কিন্তু তিনিও ২৭ বলে ৩০ রান করে আউট হয়ে গেলেন। ১০১ রানে ৮ উইকেট হারাল আরসিবি।

2nd Innings, Royal Challengers Bangalore: ১৫ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৯৫/৭। সুন্দর ২৪, নবদীপ ১।
কোনও রান না করেই বিষ্ণোইয়ের বলে বোল্ড হয়ে গেলেন উমেশ। ৮৮ রানে ৭ উইকেট হারাল আরসিবি।

2nd Innings, Royal Challengers Bangalore: ১৪ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৮৮/৭। সুন্দর ১৮।
গ্লেন ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে গেলেন শিবম দুবে। ১২ বলে ১২ রান করলেন দুবে। ৮৩ রানে ৬ উইকেট হারাল আরসিবি।
2nd Innings, Royal Challengers Bangalore: ১২ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৮০/৫। সুন্দর ১১, দুবে ১১।
2nd Innings, Royal Challengers Bangalore: ১১ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৭০/৫। সুন্দর ৯, দুবে ৪।
2nd Innings, Royal Challengers Bangalore: ১০ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৬৩/৫। সুন্দর ৩, দুবে ৩।
2nd Innings, Royal Challengers Bangalore: ৯ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৬০/৫। সুন্দর ১, দুবে ২।
একে একে সব প্রতিষ্ঠিত ব্যাটসম্যানই ফিরে গেলেন। আরসিবি-র লড়াই কার্যত শেষ। ডিভিলিয়ার্স ফিরলেন ২৮ রান করে। ৫৭ রানে ৫ উইকেট হারাল আরসিবি।
অষ্টম ওভারে চতুর্থ উইকেট হারাল আরসিবি। এবার আউট হয়ে গেলেন অ্যারন ফিঞ্চ। তাঁকে ফেরালেন বরি বিষ্ণোই। ২০ রান করে ফিরলেন ফিঞ্চ। ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে প্রবল চাপে আরসিবি।
বড় রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হয়েছেন আরসিবি-র তিন ব্যাটসম্যান দেবদত্ত (১), ফিলিপ্পে (০) ও বিরাট (১)। জোড়া উইকেট নিয়েছেন কট্রেল। একটি উইকেট নিয়েছেন শামি।
2nd Innings, Royal Challengers Bangalore: ৭ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৪৮/৩। ডিভিলিয়ার্স ২২, ফিঞ্চ ১৭।
2nd Innings, Royal Challengers Bangalore: ৬ ওভারের শেষে আরসিবি-র স্কোর ৪০/৩। ডিভিলিয়ার্স ২১, ফিঞ্চ ১১।
2nd Innings, Royal Challengers Bangalore: ৫ ওভারের শেষে আরসিবি-র স্কোর ২৫/৩। ডিভিলিয়ার্স ১৩, ফিঞ্চ ৭।
2nd Innings, Royal Challengers Bangalore: কিংস ইলেভেন পঞ্জাবের ২০৬ রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৩.৩ ওভারে তাদের স্কোর ৭/৩। আউট হয়ে গিয়েছেন আগের ম্যাচের অন্যতম নায়ক দেবদত্ত পাড়িক্কল (১), জশ ফিলিপ (০) ও বিরাট কোহলি (১)।
আরসিবি-র টার্গেট ২০৭। ওপেন করতে নেমেছেন অ্যারন ফিঞ্চ ও জোশ ফিলিপ্পে। পঞ্জাবের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন শেল্ডন কট্রেল।
আইপিএল-এ কোনও একটি ম্যাচে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্কোর করলেন রাহুল। তাঁর অপরাজিত ১৩২ রানই আইপিএল-এর ইতিহাসে কোনও অধিনায়কের সর্বোচ্চ স্কোর।
1st Innings, Kings Xi Punjab: ২০ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ২০৬/৩। রাহুল ১৩২, করুণ নায়ার ১৫।
1st Innings, Kings Xi Punjab: ১৯ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৮৩/৩। রাহুল ১১৬, করুণ নায়ার ৮।
অধিনায়কোচিত ইনিংস কে এল রাহুলের। ওপেন করতে নেমে ৬২ বলে শতরান পূরণ করলেন তিনি।

স্টেইনের বলে রাহুলের ক্যাচ মিস বিরাটের।
1st Innings, Kings Xi Punjab: ১৮ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৫৭/৩। রাহুল ৯০, করুণ নায়ার ৮।
স্টেইনের বলে রাহুলের ক্যাচ মিস বিরাটের।
1st Innings, Kings Xi Punjab: ১৭ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৪৬/৩। রাহুল ৮৪, করুণ নায়ার ৩।
1st Innings, Kings Xi Punjab: ১৬ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৩২/৩। রাহুল ৭২, করুণ নায়ার ২।
দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে দ্বিতীয় উইকেট নিলেন শিবম দুবে। এবার তাঁর শিকার গ্লেন ম্যাক্সওয়েল (৫)।
1st Innings, Kings Xi Punjab: ১৫ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১২৬/২। রাহুল ৭০, ম্যাক্সওয়েল ৩।
1st Innings, Kings Xi Punjab: ১৪ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১১৮/২। রাহুল ৬৩, ম্যাক্সওয়েল ২।
বল করতে এসেই উইকেট পেলেন শিবম দুবে। প্রথম বলেই তিনি ফিরিয়ে দিলেন নিকোলাস পুরানকে (১৭)। ১১৪ রানে দ্বিতীয় উইকেট হারাল পঞ্জাব।
1st Innings, Kings Xi Punjab: ১৩ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১১৪/১। রাহুল ৬১, পুরান ১৭।
1st Innings, Kings Xi Punjab: ১২ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১০০/১। রাহুল ৫২, পুরান ১৬।
1st Innings, Kings Xi Punjab: ১১ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৯৫/১। রাহুল ৪৯, পুরান ১৪।
১০ নম্বর ওভারে ২০ রান দিলেন উমেশ।
1st Innings, Kings Xi Punjab: ১০ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৯০/১। রাহুল ৪৭, পুরান ১১।
1st Innings, Kings Xi Punjab: ৯ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৭০/১। রাহুল ৩৬, পুরান ৬।
1st Innings, Kings Xi Punjab: ৮ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৬৫/১। রাহুল ৩৫, পুরান ২।
1st Innings, Kings Xi Punjab: ৭ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৫৭/১। রাহুল ২৯, পুরান ০ ।
৭ নম্বর ওভারে বোলিং করতে এলেন যুজবেন্দ্র চাহল। এই ওভারের শেষ বলে তিনি ফিরিয়ে দিলেন ময়ঙ্ক অগ্রবালকে (২৬)। প্রথম উইকেট হারাল পঞ্জাব।
1st Innings, Kings Xi Punjab: ৬ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৫০/০। রাহুল ২৩, ময়ঙ্ক ২৫।
1st Innings, Kings Xi Punjab: ৫ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৪১/০। রাহুল ২১, ময়ঙ্ক ২০।
1st Innings, Kings Xi Punjab: ৪ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৩৩/০। রাহুল ১৯, ময়ঙ্ক ১৪।
বোলিং পরিবর্তন বিরাট কোহলির। চতুর্থ ওভারে তিনি বোলিং করতে ডাকলেন নবদীপ সাইনিকে। এই ওভারে উঠল ৭ রান।
1st Innings, Kings Xi Punjab: ৩ ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ২৬/০। রাহুল ১৩, ময়ঙ্ক ১৩।
উমেশের দ্বিতীয় ওভারে উঠল ৯ রান। দু’টি বাউন্ডারি মারলেন ময়ঙ্ক।
1st Innings, Kings Xi Punjab: দ্বিতীয় ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ১৭/০। রাহুল ১৩, ময়ঙ্ক ৪।
আরসিবি-র হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন ডেল স্টেইন। এই ওভারে উঠল ৯ রান।
1st Innings, Kings Xi Punjab: প্রথম ওভারের শেষে কিংস ইলেভেন পঞ্জাবের স্কোর ৮/০। রাহুল ৫, ময়ঙ্ক ৩।
কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ওপেন করতে নেমেছেন কে এল রাহুল ও ময়ঙ্ক অগ্রবাল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন উমেশ যাদব।।
আজ আরসিবি দলে কোনও পরিবর্তন হয়নি। অন্যদিকে, পঞ্জাব দু’টি বদল করেছে। আজ খেলছেন না ক্রিস জর্জন ও কৃষ্ণাপ্পা গৌতম। তাঁদের বদলে দলে এসেছেন মুরুগান অশ্বিন ও জেমস নিশম।
কিংস ইলেভেন পঞ্জাব দল- কে এল রাহুল (অধিনায়ক), ময়ঙ্ক অগ্রবাল, করুণ নায়ার, নিকোলাস পুরান, গ্লেন ম্যাক্সওয়েল, সরফরাজ খান, জেমস নিশম, মহম্মদ শামি, মুরুগান অশ্বিন, শেল্ডন কট্রেল ও রবি বিষ্ণোই।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল- দেবদত্ত পাডিক্কল, অ্যারন ফিঞ্চ, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, শিবম দুবে, জোশ ফিলিপ্পে, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, উমেশ যাদব, ডেল স্টেইন ও যুজবেন্দ্র চাহল।

প্রেক্ষাপট

দুবাই: কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। ফলে আজ প্রথমে ব্যাটিং করছে কে এল রাহুলের দল। আজ দু’দলই চলতি আইপিএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.