IPL Final Score, RCB vs MI: সুপার ওভারে জয় আরসিবি-র

আইপিএল-এ রোহিত শর্মা-বিরাট কোহলির অধিনায়কত্বের লড়াই।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 29 Sep 2020 12:00 AM
সুপার ওভারে কেন ঈশান কিষাণকে ব্যাট করতে পাঠাল না মুম্বই, সেই প্রশ্ন তুলছেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মতে, ছন্দে থাকা ঈশান ব্যাট করতে নামলে রান তুলতে পারতেন।
আইপিএল-এ পরপর দু’দিন দুর্দান্ত রান চেজ দেখা গেল। গতকাল বিশাল রান তাড়া করে ম্যাচ জেতে রাজস্থান রয়্যালস। আজ প্রায় জয় তুলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ঈশান কিষাণ ৫৮ বলে ৯৯ রান করে আউট হয়ে যাওয়ার পর ম্যাচ টাই করেন কাইরন পোলার্ড। এরপর অবশ্য সুপার ওভারে জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
সুপার ওভারে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে এবারের আইপিএল-এ দ্বিতীয় জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
সুপার ওভারে প্রথমে ব্যাটিং করে মুম্বই করল ৭ রান।
2nd Innings, Mumbai Indians: ১৯ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৮৩/৪। ঈশান ৮৬, পোলার্ড ৫৫।
2nd Innings, Mumbai Indians: ১৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৭১/৪। ঈশান ৭৭, পোলার্ড ৫৩।
2nd Innings, Mumbai Indians: ১৭ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৪৯/৪। ঈশান ৭০, পোলার্ড ৩৫।
2nd Innings, Mumbai Indians: ১৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১২২/৪। ঈশান ৭০, পোলার্ড ১১।
2nd Innings, Mumbai Indians: ১৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১১২/৪। ঈশান ৬১, পোলার্ড ১০।
2nd Innings, Mumbai Indians: ১৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৯৮/৪। ঈশান ৫২, পোলার্ড ৫।
2nd Innings, Mumbai Indians: ১৩ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮৯/৪। ঈশান ৪৫, পোলার্ড ৩।
2nd Innings, Mumbai Indians: ১২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৮৩/৪। ঈশান ৪৩, পোলার্ড ১।
১৩ বলে ১৫ রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হলেন হার্দিক পাণ্ড্য। চতুর্থ উইকেট হারাল মুম্বই।
2nd Innings, Mumbai Indians: ১১ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৭৭/৩। ঈশান ৩৮, হার্দিক ১৫।
2nd Innings, Mumbai Indians: ১০ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৬৩/৩। ঈশান ২৫, হার্দিক ১৫।
2nd Innings, Mumbai Indians: ৯ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫৮/৩। ঈশান ২১, হার্দিক ১৩।
2nd Innings, Mumbai Indians: ৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫২/৩। ঈশান ১৯, হার্দিক ১০।
2nd Innings, Mumbai Indians: ৮ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৫২/৩। ঈশান ১৯, হার্দিক ১০।
2nd Innings, Mumbai Indians: ৭ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৪১/৩। ঈশান ১৭, হার্দিক ১।
১৪ রান করে যুজবেন্দ্র চাহলের বলে আউট হলেন কুইন্টন ডি কক। ৩৯ রানে ৩ উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স।
2nd Innings, Mumbai Indians: ৬ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩৫/২। ডি কক ১১, ঈশান ১৫।
2nd Innings, Mumbai Indians: ৫ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩১/২। ডি কক ৯, ঈশান ১২।
2nd Innings, Mumbai Indians: ৪ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ২৪/২। ডি কক ৯, ঈশান ৬।
2nd Innings, Mumbai Indians: ২ ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৬/১। ডি কক ৭, যাদব ০।
দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারাল মুম্বই ইন্ডিয়ান্স। ৮ রান করে আউট হয়ে গেলেন অধিনায়ক রোহিত শর্মা।
2nd Innings, Mumbai Indians: প্রথম ওভারের শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ১৪/০। রোহিত ৮, ডি কক ৫।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নামলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন ইসুরু উদানা।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪ ওভারে ৫১ রান দেন জেমস প্যাটিনসন। ৪ ওভারে ৪২ রান দেন জসপ্রীত বুমরাহ। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ২ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। ৪ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নেন রাহুল চাহার।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০১ রান করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অর্ধশতরান করেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ (৫২) ও দেবদত্ত পাড়িক্কল (৫৪)। অধিনায়ক বিরাট কোহলি (৩) অবশ্য রান পাননি। তবে শেষদিকে এবি ডিভিলিয়ার্স (২৪ বলে ৫৫) ও শিবম দুবের (১০ বলে ২৭) ব্যাটিং তাণ্ডবে বড় স্কোর করতে পারল আরসিবি।
1st Innings, Royal Challengers Bangalore: ২০ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ২০১/৩। ডিভিলিয়ার্স ৫৫, শিবম ২৭।
২৩ বলে অর্ধশতরান পূরণ করলেন এবি ডিভিলিয়ার্স।
1st Innings, Royal Challengers Bangalore: ১৯ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ১৮১/৩। ডিভিলিয়ার্স ৫৪, শিবম ৮।
1st Innings, Royal Challengers Bangalore: ১৮ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ১৬৪/৩। ডিভিলিয়ার্স ৪৩, শিবম ২।
1st Innings, Royal Challengers Bangalore: ১৭ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ১৫৪/২। দেবদত্ত ৫৪, ডিভিলিয়ার্স ৩৭।
1st Innings, Royal Challengers Bangalore: ১৬ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ১৩৬/২। দেবদত্ত ৫৪, ডিভিলিয়ার্স ২০।
1st Innings, Royal Challengers Bangalore: ১৫ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ১২৩/২। দেবদত্ত ৪৯, ডিভিলিয়ার্স ১২।
1st Innings, Royal Challengers Bangalore: ১৪ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ১১০/২। দেবদত্ত ৪৪, ডিভিলিয়ার্স ৪।
মন্থর ইনিংস খেলে রাহুল চাহারের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ১১ বলে মাত্র ৩ রান করলেন। ৯২ রানে ২ উইকেট হারাল আরসিবি।
1st Innings, Royal Challengers Bangalore: ১২ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ৯১/১। দেবদত্ত ২৯, বিরাট ৩।
1st Innings, Royal Challengers Bangalore: ১১ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ৮৮/১। দেবদত্ত ২৭, বিরাট ২।
1st Innings, Royal Challengers Bangalore: ১০ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ৮৫/১। দেবদত্ত ২৫, বিরাট ১।
1st Innings, Royal Challengers Bangalore: ৯ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ৮১/১। দেবদত্ত ২৩, বিরাট ০।
1st Innings, Royal Challengers Bangalore: ৮ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ৭৪/০। দেবদত্ত ১৬, ফিঞ্চ ৫১।
1st Innings, Royal Challengers Bangalore: ৭ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ৬৫/০। দেবদত্ত ১৫, ফিঞ্চ ৪৫।
1st Innings, Royal Challengers Bangalore: ৬ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ৫৯/০। দেবদত্ত ১৪, ফিঞ্চ ৪০।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ষষ্ঠ ওভারে বোলিং করতে এলেন জসপ্রীত বুমরাহ। তাঁর ওভারে উঠল ১০ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ৫ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ৪৯/০। দেবদত্ত ৯, ফিঞ্চ ৪০।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে পঞ্চম ওভারে বোলিং করতে এলেন রাহুল চাহার। তাঁর বলে পরপর তিনটি বাউন্ডারি মারলেন ফিঞ্চ। এই ওভারে উঠল ১৪ রান।
1st Innings, Royal Challengers Bangalore: ৪ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ৩৫/০। দেবদত্ত ৮, ফিঞ্চ ২৭।
1st Innings, Royal Challengers Bangalore: ৩ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ২৬/০। দেবদত্ত ৮, ফিঞ্চ ১৮।
1st Innings, Royal Challengers Bangalore: ২ ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ১৬/০। দেবদত্ত ৭, ফিঞ্চ ৯।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দ্বিতীয় ওভারে বোলিং করতে এলেন জেমস প্যাটিনসন। তাঁর ওভারে উঠল ৮ রান।
1st Innings, Royal Challengers Bangalore: প্রথম ওভারের শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্কোর ৮/০। দেবদত্ত ৭, ফিঞ্চ ১।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ওপেন করতে নেমেছেন দেবদত্ত পাড়িক্কল ও অ্যারন ফিঞ্চ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং আক্রমণ শুরু করলেন ট্রেন্ট বোল্ট।
এই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দলে একটি বদল হয়েছে। সৌরভ তিওয়ারি পুরোপুরি ফিট না থাকায় তাঁর বদলে দলে এসেছেন ঈশান কিষাণ।
আজকের ম্যাচে আরসিবি তিনটি বদল করেছে। জশ ফিলিপ্পে ও ডেল স্টেইনের বদলে দলে এসেছেন অ্যাডাম জাম্পা ও ইসুরু উদানা। এছাড়া উমেশ যাদবের বদলে দলে এসেছেন গুরকিরত সিংহ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল- অ্যারন ফিঞ্চ, দেবদত্ত পাড়িক্কল, বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডিভিলিয়ার্স, গুরকিরত সিংহ, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, ইসুরু উদানা, যুজবেন্দ্র চাহল, অ্যাডাম জাম্পা ও নবদীপ সাইনি।
মুম্বই ইন্ডিয়ান্স দল- কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ড্য, ক্রুণাল পাণ্ড্য, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।

প্রেক্ষাপট

দুবাই: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। এবারের আইপিএল-এ আজ দুই দলেরই তৃতীয় ম্যাচ। ব্যাঙ্গালোর ও মুম্বই এর আগে একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ফলে দুই দলই সমান জায়গায়।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.