RCB vs RR, IPL 2023 Live: কাজে দিল না দেবদূত, ধ্রুবের লড়াই, ৭ রানে রাজস্থানকে হারাল আরসিবি

IPL 2023, Match 32, RCB vs RR: আরসিবি ও রাজস্থান রয়্যালসের মুখোমুখি সাক্ষাৎকারে ২৭ ম্যাচের মধ্যে আরসিবি ১৩ ম্যাচ জিতেছে, ১২ জয় পেয়েছ রাজস্থান রয়্যালস।

ABP Ananda Last Updated: 23 Apr 2023 07:30 PM

প্রেক্ষাপট

বেঙ্গালুরু: পরপর তিন ম্যাচ জেতার পর গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছিল রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)। তাও বর্তমানে লিগ শীর্ষেই রয়েছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রয়্যালসরা। অপরদিকে, চেন্নাই সুপার...More

RCB vs RR Live: জিতল আরসিবি

ওভারের প্রথম তিন বলে হর্ষলের বিরুদ্ধে ১০ রান তুলে শুরুটা ভালই করেছিলেন অশ্বিন। তবে দলকে জেতাতে পারলেন না তিনি। চতুর্থ বলে ব্যক্তিগত ১২ রানে আউট হন তিনি। শেষমেশ ১৮২/৬ রানেই থামল রাজস্থানের ইনিংস। সাত রানে জিতল আরসিবি।