RCB-W vs GG-W Live: সোফির লড়াই সত্ত্বেও নাগাড়ে তৃতীয় ম্যাচে পরাজিত হল আরসিবি

RCB-W vs GG-W, WPL 2023 LIVE Score: গুজরাত অধিনায়ক বেথ মুনি এখনও অবধি সুস্থ না হওয়ায় এই ম্যাচেও স্নেহ রানাই গুজরাতকে নেতৃত্ব দিচ্ছেন। 

ABP Ananda Last Updated: 09 Mar 2023 12:14 AM

প্রেক্ষাপট

মুম্বই: ব্রেবোর্ন স্টেডিয়ামে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামছে গুজরাত জায়ান্টস। উভয় দলই এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিও জিততে পারেনি। আজ তাই প্রথম জয় পাওয়াই লক্ষ্য উভয় দলের।...More

RCB-W vs GG-W 2023: গুজরাতের প্রথম জয়

সোফির লড়াই কাজে এল না। টানা তৃতীয় ম্যাচে পরাজিত হল আরসিবি। অবশেষে মরসুমের প্রথম জয় পেল গুজরাত। আরসিবির ইনিংস ১৯০/৬ রানেই শেষ হল। ১১ রানে ম্যাচ জিতল গুজরাত জায়ান্টস।