RCB-W vs GG-W Live: সোফির লড়াই সত্ত্বেও নাগাড়ে তৃতীয় ম্যাচে পরাজিত হল আরসিবি

RCB-W vs GG-W, WPL 2023 LIVE Score: গুজরাত অধিনায়ক বেথ মুনি এখনও অবধি সুস্থ না হওয়ায় এই ম্যাচেও স্নেহ রানাই গুজরাতকে নেতৃত্ব দিচ্ছেন। 

ABP Ananda Last Updated: 09 Mar 2023 12:14 AM
RCB-W vs GG-W 2023: গুজরাতের প্রথম জয়

সোফির লড়াই কাজে এল না। টানা তৃতীয় ম্যাচে পরাজিত হল আরসিবি। অবশেষে মরসুমের প্রথম জয় পেল গুজরাত। আরসিবির ইনিংস ১৯০/৬ রানেই শেষ হল। ১১ রানে ম্যাচ জিতল গুজরাত জায়ান্টস। 

RCB-W vs GG-W Live Updates: ডিভাইন আউট

৬৬ রানে শেষ হলেন সোফি ডিভাইন। তবে তিনি আউট হলেও ১৭তম ওভারে থেকে ২৩ রান উঠল। ১৫০ রানের গণ্ডিও পার করে ফেরল গুজরাত। ১৭ ওভার শেষে গুজরাতের স্কোর ১৫৮/৪। তিন ওভারো জয়ের জন্য গুজরাতকে ৪৪ রান করতে হবে।

RCB-W vs GG-W 2023: ১০০ রান পার

১৩তম ওভার শতরানের গণ্ডি পার করল গুজরাত জায়ান্টস। গত ওভারে অবশ্য এলিস পেরি ৩২ রানে সাজঘরে ফেরেন। তবে সোফি ডিভাইন এই ওভারে নিজের অর্ধশতরান পূরণ করে ফেললেন। ১৩ ওভার শেষে গুজরাতের স্কোর ১০৬/২। 

RCB-W vs GG-W Live Updates: ছন্দে ডিভাইন

ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন সোফি ডিভাইন। ব্যাটিং ইনিংসের মাঝপথে ১০ ওভার শেষে আরসিবির স্কোর ৮২/১। ডিভাইন ৩৬ ও পেরি ২২ রানে ব্যাট করছেন। জয়ের জন্য আরসিবিকে ১০ ওভারে আরও ১২০ রান করতে হবে। 

RCB-W vs GG-W 2023: ১৫০ রানের গণ্ডি পার

১৫ ওভারেই ১৫০ রানের গণ্ডি পার করে ফেলল গুজরাত। মাত্র সাত বলে ১৬ রান করে ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন হেমলতা। তবে হায়দার নাইটের বলে তিনি সাজঘরে ফিরলেন। ১৬ ওভার শেষে গুজরাতের স্কোর ১৬১/৪।

RCB-W vs GG-W Live Updates: সাজঘরে ফিরলেন ডাঙ্কলি

২৮ বলে ৬৫ রানের অনবদ্য ইনিংস খেলে সাজঘরে ফিরলেন সোফিয়া ডাঙ্কলি। তা সত্ত্বেও ১০ ওভার শেষে দলগত শতরানের দোরগোড়ায় গুজরাত। ১০ ওভার শেষে গুজরাতের স্কোর ৯৭/২।

RCB-W vs GG-W 2023: সোফিয়ার ঝড়

ব্যাট হাতে ব্রেবোর্ন স্টেডিয়ামে ঝড় তুলছেন সোফিয়া ডাঙ্কলি। তিনি মাত্র ১৮ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন। পঞ্চম ওভারে প্রীতি বোসের পাঁচ বলে চারটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। বর্তমানে পাওয়ার প্লের ছয় ওভার শেষে গুজরাতের স্কোর ৬৪/১।

RCB-W vs GG-W Live Updates: প্রথম সাফল্য

আরসিবিকে প্রথম সাফল্য এনে দিলেন মেগান শ্যুট। মেঘনাকে ৮ রানে সাজঘরে ফেরালেন। ২২ রানে প্রথম উইকেট হারাল গুজরাত। ৩ ওভার শেষে গুজরাত স্কোর ২২/১।

RCB-W vs GG-W 2023: টস জিতল গুজরাত

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন গুজরাত জায়ান্টস অধিনায়ক স্নেহ রানা। এই ম্যাচেও ফিট হতে পারেননি বেথ মুনি।

প্রেক্ষাপট

মুম্বই: ব্রেবোর্ন স্টেডিয়ামে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামছে গুজরাত জায়ান্টস। উভয় দলই এখনও পর্যন্ত দুই ম্যাচ খেলে একটিও জিততে পারেনি। আজ তাই প্রথম জয় পাওয়াই লক্ষ্য উভয় দলের। গুজরাত অধিনায়ক বেথ মুনি এখনও অবধি সুস্থ না হওয়ায় এই ম্যাচেও স্নেহ রানাই গুজরাতকে নেতৃত্ব দিচ্ছেন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.