ব্রেবোর্ন: উইমেন্স প্রিমিয়ার লিগে এলিস পেরির (Ellyse Perry) দাপট। শুক্রবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১৯.৩ ওভারে ১৩৮ রান তুলল। তার মধ্যে পেরি ৩৯ বলে ৫২ রানের ঝোড়ো ইনিংস খেললেন। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার।


টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক স্মৃতি মান্ধানা। তবে রান পাননি তিনি। ইনিংস ওপেন করতে নেমে মাত্র ৪ রান করে ফেরেন। ২৯ রানে প্রথম উইকেট হারায় আরসিবি। সেখান থেকে খেলা ধরে নেন সোফি ডিভাইন ও পেরি। সোফি ২৪ বলে ৩৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও একটি ছক্কা। ৩৯ বলে ৫২ রান করেন পেরি। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি।


তবে আরসিবি ব্যাটিংয়ে শেষ দিকে ধস নামে। লোয়ার মিডল অর্ডারের কেউই রান পাননি। বাংলার রিচা ঘোষ আট নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ১ রান করে রান আউট হয়ে যান। ইউপি ওয়ারিয়র্সের বোলারদের মধ্যে সোফি একেলস্টোন ১৩ রানে ৪ উইকেট নেন। বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা দীপ্তি শর্মা ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই অল আউট হয়ে যায় আরসিবি।


অশ্বিনের কীর্তি


ভারতের ক্রিকেটপ্রেমীরা বলে থাকেন, টেস্ট ক্রিকেটে শীত-গ্রীষ্ম-বর্ষা, অশ্বিনই (Ravichandran Ashwin) ভরসা। শুক্রবার ফের একবার তা প্রমাণ করলেন তামিলনাড়ুর অফস্পিনার। জোড়া সেঞ্চুরিতে ভারতের হাত থেকে চতুর্থ টেস্টের রাশ যখন কার্যত ছিনিয়ে নেওয়ার মুখে অস্ট্রেলিয়া, তখনই বল হাতে জ্বলে উঠলেন অশ্বিন (Ind vs Aus)। লাঞ্চের পর দ্রুত তিনটি উইকেট তুলে নিলেন। কেঁপে গেল অস্ট্রেলিয়া। ৪৮০ রানে শেষ হল স্টিভ স্মিথদের ইনিংস। আর ৬ উইকেট নিয়ে অজিদের ঘাতক হিসাবে ফের নিজেকে প্রতিষ্ঠিত করলেন অশ্বিন।


এদিন তিনি ভেঙে দিলেন কিংবদন্তি অনিল কুম্বলের কীর্তি। দেশের মাটিতে টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়া বোলার এখন অশ্বিনই। মোট ২৬ বার এই কীর্তি গড়েছেন তিনি। কুম্বলে যেখানে ভারতের মাটিতে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। মাত্র ৫৫ টেস্টে এই নজির গড়লেন অশ্বিন। কুম্বলে যেখানে ৬৩ টেস্টে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন।


পাশাপাশি আরও কয়েকটি কীর্তি গড়লেন অশ্বিন। দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়া বোলারদের মধ্যে তিনি এখন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয়। মুথাইয়া মুরলীধরনের পরে। মুরলীধরন ৪৫ বার এই কীর্তি করেছেন। পাশাপাশি অশ্বিনের এটা টেস্টে ৩২তম বার ইনিংসে ৫ উইকেট। যে রেকর্ড রয়েছে কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনেরও। সেই সঙ্গে অশ্বিন এখন টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি উইকেট পাওয়া ভারতীয় বোলার। তিনি এখানেও পিছনে ফেললেন কুম্বলেকে। নাথান লায়নের সঙ্গে অশ্বিনই এখন বর্ডার-গাওস্কর ট্রফিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক। দুজনেরই ঝুলিতে রয়েছে ১১৩টি করে উইকেট।


আরও পড়ুন: শুরু থেকেই কলকাতায় কেকেআরের প্রস্তুতি শিবিরে থাকবেন রাসেল-নারাইন, শাকিবদের নিয়ে প্রশ্ন