মাদ্রিদ: করোনা আক্রান্ত হলেন করিম বেঞ্জেমা। ফ্রান্সের এই তারকা স্ট্রাইকারের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। শুক্রবারই বেঞ্জেমার ক্লাব রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে ট্যুইটারে এই বিষয়ে জানানো হয়েছে। ৩৩ বছরের এই স্ট্রাইকারকে আপাতত আইসোলেশনে থাকতে হবে। যতদিন না পর্যন্ত তাঁর রিপোর্ট ফের নেগেটিভ আসে, ততদিন পর্যন্ত আইসোলেশনেই থাকতে হবে ফরাসি স্ট্রাইকারকে। আর তারপরই ক্লাবের হয়ে অনুশীলনে ফিরতে পারবেন বেঞ্জেমা। উল্লেখ্য, এরমধ্যেই রিয়াল মাদ্রিদ শিবিরে ফেরার কথা ছিল বেঞ্জেমার। কিন্তু করোনার জন্য আপাতত আইসোলেশনে চলে যেতে হচ্ছে তাঁকে।
কিছুদিন আগেই ইউরো কাপে ফ্রান্সের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই স্ট্রাইকারকে। তবে ফ্রান্সের জার্সিতে ইউরো কাপ জিততে পারেনি বেঞ্জেমার দল।
রিয়াল মাদ্রিদের জার্সিতে এই মুহূর্তে দলের অন্যতম অভিজ্ঞ ফুটবলার হলেন বেঞ্জেমা। এমনকী কার্লো আনসেলোত্তির কোচিংয়ে রিয়ালের তুরুপের তাসও বলা হয় তাঁকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুভেন্তাসে চলে যাওয়ার পর স্ট্রাইকিং লাইনে বেঞ্জেমাই মূল মুখ রিয়ালের। নতুন মরসুম নিয়ে প্রস্তুতি শুরু করার আগেই যদিও করোনা বাধা হয়ে দাঁড়াল বেঞ্জেমার জন্য।
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এক বিবৃতিতে বেঞ্জেমার কোভিড পজিটিভ হওয়ার খবর দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে, করোনা নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত আনসেলোত্তির স্কোয়াডে যোগ দিতে পারছেন না বেঞ্জমা। ইউরো শেষ হওয়ার পর দীর্ঘদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন বেঞ্জেমা। কিছুদিন বিশ্রাম নিয়েই ফিরতে চেয়েছিলেন ফের ফুটবল মাঠে। তার জন্যই রিয়াল শিবিরে যোগ দেননি তিনি। ইউরোতে ফ্রান্স এবার শেষ ষোলো থেকেই ছিটকে গিয়েছিল। কিন্তু টুর্নামেন্টে বেঞ্জেমা নিজে ছিলেন ভাল ফর্মে। টুর্নামেন্টে মোট ৪টি গোল করেন ফরাসি স্ট্রাইকার।
অন্যদিকে প্রস্তুতি শুরু করছে রিয়াম মাদ্রিদ। দ্বিতীয়বারের জন্য কার্লো আনসেলোত্তি লস ব্ল্যাঙ্কোসদের কোচ হয়ে ফিরে এসেছেন। এর আগে ২০১৩-২০১৫ সাল পর্যন্ত রিয়ালের কোচ হিসেবে দেখা গিয়েছে আনসেলোত্তিকে। রিয়াল মাদ্রিদের লা লিগায় নতুন মরসুম শুরু হচ্ছে আগামী ১৪ অগাস্ট থেকে।