রিও ডি জেনেইরো: সোনা হাতছাড়া হলেও, রিও অলিম্পিকে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে রুপো পাওয়ায় ব্যক্তিগতভাবে খুব খুশি পিভি সিন্ধু। ভারতের এই শাটলার বলেছেন, ‘আমি রুপোর পদক পেয়ে অলিম্পিক শেষ করলাম। তবে আমি খুব খুশি। আমার সত্যি গর্ব হচ্ছে। আমি সোনা জিততে পারিনি। কিন্তু আমি চেষ্টা করেছি। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যে কেউ জিততে পারত।’
সিন্ধু এবারের অলিম্পিক থেকে ভারতকে দ্বিতীয় পদক এনে দিলেন। তাঁর আগে কুস্তিগির সাক্ষী মালিক ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন। দু জন মহিলা অ্যাথলিট ভারতকে পদক এনে দিলেন। এই সাফল্যে তৃপ্ত সিন্ধু। তিনি সাক্ষীকে অভিনন্দন জানিয়েছেন। এই হায়দরাবাদি শাটলারের মতে, খেলায় ওঠা-নামা থাকেই। তবে এবারের অলিম্পিকটা তাঁর ভাল কাটল।
ম্যাচ হারার পর প্রতিপক্ষ ক্যারোলিনা মারিনকে অভিনন্দন জানিয়েছেন সিন্ধু। তাঁর মতে, ফাইনালে তাঁরা দু জনেই আক্রমণাত্মক ছিলেন। একজন জেতে, একজন হারে। আজকের দিনটা মারিনের ছিল।
ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সিন্ধু। এবারের অলিম্পিকে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে ওঠা কিদম্বী শ্রীকান্ত সহ আরও অনেক তরুণ-তরুণী ভাল খেলছেন বলে জানিয়েছেন সিন্ধু। তাঁর আশা, ভবিষ্যতে ভারত আরও সাফল্য পাবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
রুপো জিতে খুব খুশি, বলছেন সিন্ধু
Web Desk, ABP Ananda
Updated at:
19 Aug 2016 05:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -