নয়াদিল্লি: প্যান কার্ড বন্টন, আয়কর রিটার্ন দাখিল করার সময় আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে আয়কর আইনের নতুন ধারার বৈধতা বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে তার রূপায়ণে আংশিক স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত।


বিচারপতি এ কে সিকরি, বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ আয়কর আইনের ১৩৯ এএ ধারা বহাল রেখেও জানিয়ে দিয়েছে, যাঁরা ইতিমধ্যেই আধার নম্বর পেয়েছেন, তাঁরা অবশ্যই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরের (প্যান) সঙ্গে তা যুক্ত করবেন, কিন্তু যাঁরা আধার নম্বরের জন্য নাম নথিভুক্ত করেছেন, এখনও পাননি, তাঁদের ছাড় দেওয়া হবে। আধার নম্বর যুক্ত না করলে শাস্তি হিসাবে প্যান কার্ড বাতিল হবে না তাঁদের। আধার কার্ডের ফলে তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত বৃহত্তর প্রশ্নের সংবিধান বেঞ্চে মীমাংসা হওয়া পর্যন্ত অব্যাহতি পাবেন তাঁরা। আধার নম্বর ছাড়া প্যান কার্ড বেআইনি বলে ধরা হবে না।

প্রসঙ্গত, আয়কর আইনের ১৩৯ এএ ধারায় বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে আয়কর রিটার্ন দাখিল করতে, প্যান নম্বরের জন্য আবেদন করলে বাধ্যতামূলক ভাবে আধার নম্বর বা আধারের আবেদন ফর্মের এনরোলমেন্ট আইডি দিতে হবে।

আধার প্রকল্পের বিরুদ্ধে একগুচ্ছ পিটিশন পেশ হয়েছে। অভিযোগ, আধারের ফলে ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুন্ন হয়। সুপ্রিম কোর্টের বেঞ্চ এদিন বলেছে, সংবিধান বেঞ্চে এই প্রশ্নের মীমাংসা হবে। ততদিন পর্যন্ত আয়কর আইনের ১৩৯এএ ধারা বহাল থাকবে।

পাশাপাশি বেঞ্চ সরকারকে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে বলেছে যাতে এটা সুনিশ্চিত করা যায়, আধার স্কিম থেকে কোনও তথ্য ফাঁস হবে না। মানুষ যাতে তথ্য বাইরে বেরিয়ে যাবে না, এই ভরসা করতে পারেন, সেজন্য যথাযথ পদক্ষেপ করতে হবে সরকারকে।

এদিকে কংগ্রেস সর্বোচ্চ আদালতের এদিনের বক্তব্য স্বাগত জানিয়েছে। দলের তরফে বলা হয়েছে, সম্ভবত সর্বোচ্চ আদালত এটুকু উপলব্ধি করেছে যে, তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয় কতটা গুরুতর বিষয়।

প্রসঙ্গত, ২০১৭ র সাধারণ বাজেটে আয়কর আইনে ১৩৯ এএ ধারা চালু হয়। একে চ্যালেঞ্জ করে একগুচ্ছ পিটিশনের ওপর গত ৪ মে রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালত।