নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে গোলাপি বলে দিনে-রাতের টেস্টের দ্বিতীয় দিন কেরিয়ারের ২৭ তম সেঞ্চুরি করলেন ভারতীয় দলের অঘিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলের সমর্থকরা স্বাভাবিকভাবেই বিরাট-বন্দনা করছেন। প্রাক্তন ক্রিকেটাররাও কোহলির প্রশংসা করেছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনের ট্যুইট-লাল বল...সাদা বল...এখন গোলাপি বল...বর্তমান সময়ে সমস্ত ফরম্যাটেই সেরা ব্যাটসম্যান কোহলি।



উল্লেখ্য, এদিন ১৯৪ বলে ১৩৬ রানের ইনিংস খেলে আউট হন কোহলি। প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে গোলাপি বলে শতরানের মালিক হলেন কোহলি।
গতকালই অধিনায়ক হিসেবে টেস্টে দ্রুততম পাঁচ হাজার রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছিলেন কোহলি। মাত্র ৮৬ ইনিংসে পাঁচ হাজার রান পূর্ণ করেছেন ভারতের অধিনায়ক কোহলি। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংকে পিছনে ফেলেছেন তিনি। পন্টিং অধিনায়ক হিসেবে ৯৭ ইনিংসে পাঁচ হাজার রান করেছিলেন।