রাঁচি: ব্যক্তিগত কারণের জন্য ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি ম্যাচ থেকে সরে দাঁড়ালেন রেহান আহমেদ (Rehan Ahmed)। চলতি রাঁচি টেস্টেও খেলছেন না রেহান। তাঁর বদলে দলে সুযোগ পেয়েছেন শোয়েব বসির। ইংল্যান্ড দলের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে রেহান আর জাতীয় দলের অংশ থাকবেন না চলতি সিরিজে। পারিবারিক কারণে তিনি দেশে ফিরে গিয়েছেন। এছাড়াও ১৯ বছরের এই স্পিনারের বদলি হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি।


চলতি টেস্ট সিরিজে প্রথম তিন টেস্টে খেলেছেন রেহান। তিনি মোট ১১ উইকেট নিয়েছিলেন ৩ টেস্টে। চলতি সিরিজে চতুর্থ সর্বাধিক উইকেট শিকারী তিনি। ইংল্যান্ডের বোলারদের মধ্যে টম হার্টলি সর্বাধিক ১৬ উইকেট নিয়েছেন দলের হয়ে। যদিও সিরিজে এখনও পর্যন্ত সর্বাধিক উইকেট নিয়েছেন চলতি সিরিজে যশপ্রীত বুমরা।


ইংল্যান্ড চতুর্থ টেস্টে নিজেদের একাদশে আরও একটি বদল করেছে। মার্ক উডের বদলে দলে এসেছেন ওলি রবিনসন। জেমস অ্যান্ডারসনকে দলে রেখে তাঁরা। অন্যদিকে ভারতীয় দল তাদের একাদশে একটি পরিবর্তন করেছে। যশপ্রীত বুমরাকে একাদশে নেওয়া হয়নি। দলে ঢুকেছেন বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা আকাশদীপ। টস জিতে রাঁচি টেস্টে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। 


চলতি সিরিজে একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি সেভাবে ইংল্যান্ডের বোলিং ইউনিট। একমাত্র ব্যতিক্রম ছিল হায়দরাবাদ টেস্টের চতুর্থ ইনিংস। প্রথম ম্যাচে তো মাত্র এক পেসার নিয়েই মাঠে নেমেছিল ইংল্যান্ড শিবির। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে জিমি অ্যান্ডারসনকে দলে ফিরিয়ে আনলেও প্রভাব ফেলতে পারেননি তারকা ইংরেজ পেসার। 


এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই নজর কাড়লেন আকাশদীপ। নিজের প্রথম স্পেলেই চতুর্থ টেস্টে আগুন ঝরালেন বাংলার তরুণ পেসার। বিহার থেকে উঠে এসে বাংলার জার্সিতে ঘরোয়া ক্রিকেট খেলেছিলেন আকাশ। ম্যাচে জ্যাক ক্রলিকে প্রথমে একবার আউট করেছিলেন বাংলার পেসার। কিন্তু সেই বলটি নো হয়ে যায়। যদিও সেই আকাশই ম্যাচের প্রথম উইকেটটি পান বেন ডাকেটকে ফিরিয়ে। এরপর ওলি পোপ ও শেষে ক্রলিকেও ফেরান তিনি। বেয়ারস্টোকে ৩৮ রানে এলবিডব্লু করেন অশ্বিন, স্টোকসকে তিন রানে ফেরান জাডেজা। প্রথম সেশন শেষে ইংল্যান্ডের স্কোর ১১২/ ৫। আকাশদীপ নিজেএ প্রথম স্পেলে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেযত তুলে নেন।