মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Reliance Industries Limited) যে আমিরশাহির টি-টোয়েন্টি লিগ এবং দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে নতুন দল কিনেছিল, তা এতদিনে সকলেই জেনে গিয়েছেন। এবার সেই দুই নতুন দলের নামও সামনে চলে এল।


নতুন দলের নাম ও লোগো


রিলায়েন্সের তরফে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুই নতুন দলের নাম জানানো হয়। দক্ষিণ আফ্রিকার লিগের কেপ টাউন ফ্রাঞ্চাইজি কিনেছে রিালায়েন্স, সেই দলের নাম রাখা হয়েছে 'এমআই কেপ টাউন' (MI Cape Town) আর আমিরশাহির লিগের দলের নাম রাখা হয়েছে 'এমআই এমিরেটস' (MI Emirates)। এই নামকরণের কারণও জানিয়ে দেওয়া হয়েছে রিলায়েন্সের তরফে।


এই দুই দল একে তো মুম্বই ইন্ডিয়ান্সের আইকনিক নাম ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে, পাশাপাশি তারা যে অঞ্চলের সেই অঞ্চলকে চিহ্নিত করার জন্য তাদের নামও রাখা হয়েছে। নামের পাশাপাশি দুই দলের লোগোও প্রকাশিত হয়েছে আজই। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দুই দলের লোগোর তেমন চোখে পড়ার মতো কোনও পার্থক্য নেই। 


রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর নীতা আম্বানি জানান, 'আমাদের পরিবারে এমআই কেপ টাউন এবং এমআই এমিরেটসের সংযুক্তিকরণে আমরা খুব খুশি। আমাদের জন্য এমআই শুুধুমাত্র ক্রিকেটে সীমাবদ্ধ নয়। এমআইয়ের অর্থ স্বপ্ন দেখা, নির্ভীক হওয়া এবং জীবনের প্রতি ইতিবাচক মনোভাব রাখা। আমি নিশ্চিত যে এমআই এমিরেটস ও এমআই কেপ টাউন আমাদের এতদিনের এই রীতিকে ধরে রেখে এমআইয়ের ক্রিকেট ব্র্যান্ডকে গোটা বিশ্বে আরও উঁচুতে পৌঁছে দেবে।' 


মিনি আইপিএল!


প্রসঙ্গত, রামধনুর দেশে আয়োজিত হবে আইপিএলের ক্ষুদ্র সংস্করণ। কারণ রিলায়েন্স কেপ টাউনের ফ্রাঞ্চাইজি তো কিনেইছে, পাশাপাশি জোহানেসবার্গের দলটি কিনেছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। সেঞ্চুরিয়ানের ফ্রাঞ্চাইজি আয়ত্তে এনেছে দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার জেএসডব্লু গ্রুপ। রাজস্থান রয়্যলসের কর্ণধার কিনেছেন পার্লের দলটি। ডারবান কিনেছে লখনউ সুপার জায়ান্টসের কর্ণধার আরপিএসজি গ্রুপ। সানরাইজার্স হায়দরাবাদের সান টিভি কিনেছে গাইবেরখার (পোর্ট এলিজাবেথের নতুন নাম) দল।


সুতরাং, বোঝাই যাচ্ছে দক্ষিণ আফ্রিকার লিগে আইপিএলের ছোট সংস্করণ বসতে চলেছে। দক্ষিণ আফ্রিকার লিগে দলের মালিকানা নেওয়ার জন্য ২৯টি সংস্থা আগ্রহ দেখিয়েছিল। ১০টি জায়গার হয়ে দর হাঁকানোর সুযোগ ছিল আগ্রহী সংস্থাগুলির। ১০টি জায়গার জন্যই বিভিন্ন সংস্থা আগ্রহ দেখায়। তবে শেষমেশ আইপিএলের এই ছয় ফ্রাঞ্চাইজিই মালিকানা পেলেন।


আরও পড়ুন: প্রকাশিত নতুন ব়্যাঙ্কিং, ব্যাটারদের তালিকায় একে উঠতে পারলেন সূর্যকুমার?