দুবাই: বুধবারই (১০ অগাস্ট) আইসিসির তরফে পুরুষদের নতুন ব়্যাঙ্কিং (ICC T20I Rankings) প্রকাশিত করা হয়েছে। সেই ব়্যাঙ্কিংয়ে আসল আগ্রহ ছিল ব্যাটারদের তালিকার দিকে। দ্বিতীয় স্থানে থাকা সূর্যকুমার যাদব (Suryakumar Yaadav) নিঃশ্বাস ফেলছিলেন বাবর আজমের ঘাড়ে। তিনি কি পারলেন বাবরকে টপকে শীর্ষস্থান দখল করতে?


একাধিক ভারতীয় ব্যাটারের উন্নতি


ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজ সদ্য সমাপ্ত হয়েছে। সেই সিরিজে দাপুটে ভঙ্গিমায় ভারতীয় দল ৪-১ জয়ী হয়েছে। এই সিরিজে ভাল পারফরম্যান্সের জেরে একাধিক ভারতীয় তারকা ব্যাটার ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তবে বাবরের শীর্ষস্থান কেউই দখল করতে পারেননি। পাকিস্তান অধিনায়ক এখনও টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় এক নম্বরেই রয়েছেন। ভারতীয় ব্যাটারদের মধ্যে শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ (Rishabh Pant) অনেকটাই লাভবান হয়েছেন।


 






শ্রেয়স প্রথম তিন টি-টোয়েন্টিতে তেমন প্রভাবিত করতে না পারলেও, সিরিজের শেষ ম্যাচে ফ্লোরিডায় দুরন্ত এক অর্ধশতরান করেন। সেই সুবাদেই আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক লাফে ছয় ধাপ এগিয়ে গেলেন শ্রেয়স। তিনি বর্তমানে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ১৯ নম্বরে রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পন্থ ১১৯ রান করে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হিসাবে সিরিজ শেষ করেন। চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে তিনিই ভারতের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছিলেন। এর জেরে ব্যাটারদের তালিকায় সাত ধাপ এগিয়ে পন্থ ৫৯ নম্বরে উঠে এসেছেন।


এগোলেন বিষ্ণোই, পিছোলেন ভুবি


সূর্যকুমার গোটা সিরিজেই দারুণ পারফর্ম করেছেন তবে তিনি শেষ ম্যাচে খেলেননি। ফলে বাবরকে টপকানোও হল না সূর্যর। তিনি আপাতত বাবরের থেকে ১৩ রেটিং পয়েন্টে পিছিয়ে রয়েছেন। ভারতীয় বোলাররাও নতুন ব়্যাঙ্কিংয়ে বেশ উন্নতি করেছেন। রবি বিষ্ণোই (Ravi Bishnoi) সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন। তিনি এর সুবাদে এক লাফে ৫০ ধাপ এগিয়ে এসে বোলারদের ব়্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে রয়েছেন। আবেশ খান, অক্ষর পটেল, কুলদীপ যাদব, সবাই ব়্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। অবশ্য অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার একধাপ পিছিয়ে গিয়ে বোলারদের তালিকায় নয় নম্বরে নেমে গিয়েছেন।


আরও পড়ুন: কমনওয়েলথে দুরন্ত পারফরম্যান্সের সুফল, ব়্যাঙ্কিংয়ে প্রথম ১০-এ ঢুকে পড়লেন জেমাইমা