নয়াদিল্লি: গতবার দু’কোটি টাকা দিয়ে কর্ণাটকের অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতমকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি এই তরুণ। এবারের আইপিএল-এর নিলামে তাঁকে ৬.২ কোটি টাকা দিয়ে দলে নেয় রাজস্থান রয়্যালস। গতকাল মুম্বইয়ের বিরুদ্ধে খেলার সুযোগ পেয়ে ব্যাট হাতে তাণ্ডব চালালেন গৌতম। ১১ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে রাজস্থানকে জেতালেন তিনি।



গতকালের ম্যাচে শেষ ২২ বলে জয়ের জন্য রাজস্থানের দরকার ছিল ৪৩ রান। সেই পরিস্থিতি থেকে দলকে জেতান গৌতম। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও দু’টি ছক্কা। শেষ ওভারে ছক্কা মেরেই জয় এনে দেন তিনি। চাপের মুখে এই তরুণ ক্রিকেটার যে অসাধারণ ইনিংস খেলেছেন তাতে উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটার, ধারাভাষ্যকার, সাধারণ ক্রিকেটপ্রেমীরা। প্রত্যেকেই গৌতমের প্রশংসা করছেন।