নয়াদিল্লি: সদ্যই ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দল ঘোষণার সময় বিসিসিআই-এর নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ বলেছিলেন, আগামী দুমাস দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না ধোনি। কারণ, ওই সময় তিনি প্যারামিলিটারি রেজিমেন্টে প্রশিক্ষণ নেমেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এর থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে, ধোনি এখনই অবসর নিচ্ছেন না, আগামী দিনেও তাঁকে নীল জার্সিতে দেখা যাবে। প্রধান নির্বাচক প্রসাদ আরও বলেছেন যে, দলের এখন লক্ষ্য আগামী বছরের টি ২০ বিশ্বকাপ। সেদিকে লক্ষ্য রেখে ধোনির উত্তরসূরী হিসেবে তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্তকে গড়ে তুলতে চায় টিম ম্যানেজমেন্ট। টেস্টেও এখন ঋষভ প্রথম পছন্দের উইকেটরক্ষক। যদিও দলে ঋদ্ধিমান সাহাকে রাখা হয়েছে। এদিকে, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টিম ম্যানেজমেন্ট ধোনির সঙ্গে কথা বলেছে এবং তাঁকে এখনকার মতো অবসর না নিতে বলেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০-র টি ২০ বিশ্বকাপের জন্য ঋষভকে তৈরি করার প্রক্রিয়া চলছে। আর এক্ষেত্রে পুরো দায়িত্বই থাকবে ধোনির ওপর। ধোনি এখনই অবসর নিলে ঋষভকে পরিচালনা করা বা তাঁর মেন্টর হওয়ার মতো কেউ থাকবেন না। এই তথ্য সম্পর্কে ওয়াকিবহাল সূত্র উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ধোনি তাঁর ভূমিকা ও অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল। তাই তাঁর অবসর নিয়ে যে সব জল্পনা চলছে তা অর্থহীন। কারণ, ধোনি আদ্যন্ত টিম প্লেয়ার। তিনি কোনও বিতর্কে প্রতিক্রিয়া জানাবেন না। আর এক্ষেত্রে তাঁর সম্পর্কে সবাই অবগত রয়েছেন। আগামী টি ২০ বিশ্বকাপ ও তার পরবর্তী সময়ের জন্য ঋষভকে টিম ম্যানেজমেন্ট গড়ে তুলতে চাইছে। সেজন্য ধোনির দলে থাকাটা জরুরি।